মানুষের মুখের কথার কারণেই আসলে সম্পর্ক নষ্ট হয়। একটা মেয়ে মানুষ তার পরিবার ছেড়ে অন্য পরিবারে আসে এবং সেই পরিবারে এসেও যখন সে অত্যাচারিত হয়, সেটা হোক স্বামী কিংবা শাশুড়ি, তাহলে তো তার আর যাওয়ার জায়গা থাকে না। যাইহোক, ওয়েব সিরিজটা যেহেতু আমি দেখবো না, সেজন্য আপনার পোস্টটা পড়ে নিলাম আপু । হা হা হা..🤭🤭
হাহাহা, দেখলে ভালোই লাগবে।
আপু, যদি একটু সময় বের করতে পারি তাহলে ওয়েব সিরিজটা অবশ্যই দেখার চেষ্টা করবো।