বাপরে বাপ, এটা তো দেখছি খুবই কমপ্লেক্স প্রকৃতির প্রেমের গল্প! এই গল্পে নবীন রুমিকে পছন্দ করে, আবার সুমি নবীন কে পছন্দ করে। তবে এই প্রেমে সুমির কনসিডার টা কিন্তু অনেকটাই কষ্টের। এভাবে ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দেওয়া সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনা।
এইটা ঠিক বলেছেন ভাইয়া ভালোবাসার মানুষকে সবাই অন্যের হাতে তুলে দিতে পারে না।যেটা সুমি পেরেছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
স্যাক্রিফাইস করার দিক থেকে সুমি অনেক মহৎ, এটা তো বলতেই হবে আপু।