"লাপাতা লেডিস" সিনেমাটা আমি গতকালই দেখে শেষ করেছি। বিশেষ করে রাবি কিশান এবং নিতাংশি গোয়েল এর অ্যাক্টিংটা দেখার মত ছিল। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র দীপক আর ফুল, যাদের অভিনয় দেখে আমার তো শেষ পর্যায়ে কেঁদে ফেলার মত অবস্থা হয়েছিল। যাইহোক, আপনি "লাপাতা লেডিস" সিনেমা সম্পর্কে এখানে যতটুকুই বলেছেন, পুরোটুকই পারফেক্ট বলেছেন। আর আমি যেহেতু পুরো সিনেমাটাই দেখে ফেলেছি, এজন্য আপনার রিভিউটা পড়ে বুঝতে পারলাম, খুব পারফেক্ট ভাবে লিখেছেন আপনি।
ধন্যবাদ দাদা অনেক উৎসাহিত হলাম। মুভি বা বুক রিভিউ মানুষ পড়েই না খুব একটা। আপনি পড়েছেন জন্য ভাল লাগল।
আমার কাছে এগুলো পড়তে বেশ ভালোই লাগে ভাই।