এখনকার কোন নদীই আসলে আর আগের মত নেই আপু। অধিকাংশ নদী প্রায় শুকিয়ে গেছে। তবে আমারও আসলে মনে হয় এসব জায়গায় জমি কিনে বিশেষ কোনো লাভ হবে না। যাইহোক, আপনারা সবাই মিলে ঘুরাঘুরি করেছেন এবং সুন্দর সময় কাটিয়েছেন, সেটা জেনে অনেক বেশি খুশি হলাম। যদিও বালুর ভিতর ঘুরাঘুরি করতে আমার খুব বেশি একটা ভালো লাগেনা।
মনে হয় তাই এখন তো যে পরিমাণ রোদ পড়েছে নদী শুকানোরই কথা । আবার বর্ষার সময় গেলে তখন পানি থাকে দেখতে ভালো লাগে ।
হ্যাঁ আপু, ঠিক কথা বলেছেন। সত্যি কথা বলতে, বর্ষার সময় এসব জায়গার সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়।