ইদানিং আমাদের এখানেও প্রচন্ড জলের সমস্যা হচ্ছে। তবে বর্তমানে বায়ুমন্ডলের তাপমাত্রা যে দিন দিন বাড়ছে তার পেছনে কিন্তু পুরোপুরি আমরা দায়ী। আমরা এত পরিমানে গাছ কেটে ফেলছি এবং বাড়িতে এসি, এয়ার কুলার লাগাচ্ছি, গাছ না লাগিয়ে যার কারণে এত সমস্যা হচ্ছে। তবে আপনার মত আমারও ওটাই মনে হয় যে, আমরা যদি প্রতি বছর জন প্রতি গড়ে কমপক্ষে পাঁচটা করে গাছ লাগাই তাহলে হয়তো এই সমস্যার কিছুটা সমাধান হবে। বেশ শিক্ষামূলক একটা পোস্ট ছিল ভাই।