You are viewing a single comment's thread from:
RE: নোটিফিকেশন বন্ধ হলেই সব শেষ!!
১২ ই এপ্রিল যেহেতু আপনার জন্মদিন চলে গেছে, তাই অনেকটা লেটে আপনাকে উইশ করছি ভাই, "শুভ জন্মদিন"। তবে আপনি ফেসবুকে জন্মদিনের নোটিফিকেশন টা অফ করে যে পরীক্ষাটা করেছেন, সেটা অবশ্যই শিক্ষামূলক। আসলে আমরা ব্যক্তি জীবনে এতটাই ব্যস্ত যে, অন্যের জন্মদিন মনে রাখার মতো সময় আমাদের কাছে নেই। এজন্যই হয়তো একজন মানুষও আপনাকে উইশ করিনি। বাস্তব জীবনে আমরা আসলেই প্রচন্ড একা।