এটা আবার কেমন কথা ভাই, আপনি নিজে নিজে ওষুধ চুজ করে খেয়ে নিয়েছেন! হা হা হা...আমার তো মনে হয়, যাই কিছু হোক না কেন অন্তত ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ খাওয়া উচিত। যেহেতু আপনার কাশির সমস্যা, সে ক্ষেত্রে আপনার একবার অন্তত ডাক্তার দেখানো উচিত ভাই। তবে আপনি বলছেন যে কিছুটা সেরে গিয়েছে, কিন্তু পরবর্তীতে তো আবার হতে পারে। তাই একজন ভালো ডাক্তার দেখালে হয়তো কিছুটা নিশ্চিত হতে পারবেন এই ব্যাপারটা নিয়ে।
আসলে ভাই আমি ফার্মেসিতে কাজ করি। তার জন্য মূলত একা একা ওষুধ চুজ করে খেয়েছি। আর কিছু কিছু ওষুধ খেলে কয়েকজনের ঘুম আসে তার জন্য হয়তোবা আমার ঘুম এসেছিল।
আচ্ছা ভাই, এইবার ব্যাপারটা বুঝতে পেরেছি।
জি ভাই।