You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ৩১-০৩-২০২৪

in আমার বাংলা ব্লগ9 months ago

আপু, গত সপ্তাহে সুপার অ্যাকটিভ লিস্টে থাকার পরেও আমি এই তিনজন ব্লগারের মত একটি সাপোর্ট পেয়েছি সাই-ফক্স থেকে। হয়তো কোনো কারণে এই সুবিধাবঞ্চিত লিস্টে আমার নাম আসেনি। যাইহোক, যাদের নাম এই লিস্টে এসেছে তারা পরের সপ্তাহে ৩ টি সাই-ফক্স এর ভোট পাবে, জেনে ভালো লাগলো। লাস্ট উইকের সুবিধাবঞ্চিত ওই তিনজন ব্লগারকে অনেক অনেক অভিনন্দন আমার পক্ষ থেকে।

Sort:  
 9 months ago 

ভাইয়া আপনি shy-fox এর সাথে hungry-griffin এর দুটি সাপোর্ট পেয়েছেন, তাই আপনাকে এই লিস্টে আনা হয়নি। এর আগে আমি একটি Hangout এ বলেছিলাম “এখন থেকে সাইফক্স এর সাথে hongry-gniffin ও কাউন্ট করা হবে। যারা shy-fox ও hongry-gniffin সহ মোট ২ টি সাপোর্ট পাবেন তারাও এই লিস্টে অন্তর্ভুক্ত হতে পারবেন না।” এ কারণেই আপনার নামটি বাদ পড়েছে।

 9 months ago 

আচ্ছা আপু, ঠিক আছে। এই বিষয়টা আমার জানা ছিল না যদিও । ধন্যবাদ আপু, এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104664.06
ETH 3858.84
SBD 3.32