সব মানুষের আয়ের কথা ভেবে অন্তত রোজার সময় জিনিসপত্রের দাম যেখানে কমে যাওয়ার কথা, সেখানে দেখছি অনেকটাই বেড়ে গেছে সবকিছুর দাম আপু। আপনি যেহেতু এই প্রথমবার নিজে বাজার করতে এসেছেন, সে ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কিন্তু বেশ জটিল। কারণ আপনি এমন একটা টাইমে বাজার করতে এসেছেন, যখন দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া। আমি মোটামুটি সবকিছুর দাম দেখে যা বুঝলাম তা হলো প্রায় দ্বিগুণ হারে সব কিছুর দাম বেড়েছে। তবে ৫০ টাকা করে এক হালি লেবু! এটা আমার কাছে একটু বেশিই মনে হল। যাই হোক, পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা রইল আপু আপনার জন্য।