You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৩১৫ || বাঙালিরা ঝগড়ার সময় কেন বলে? "তুই জানিস আমি কে?"
বাঙালিদের একটা স্বভাব আছে, সেটা হলো নিজের যে কোন ক্ষমতা নেই তা অন্যকে বুঝতে দেয় না । সেই জন্য অন্যের সাথে ঝগড়ার সময় "তুই জানিস আমি কে" -এই কথা বলে কনফার্ম করে নেয় সামনের পক্ষের লোক তার সম্পর্কে জানে কিনা। 😁🤭 যদি সামনের পক্ষের লোক জানে তার আসল পরিচয় তাহলে সে চুপ হয়ে যায় আর যদি সামনের পক্ষের লোক তার সম্পর্কে না জানে, তাহলে কিছু সময় একটু চিৎকার করে নেয়। হিহি🤭🤭
আমার তো মনে হচ্ছে আপনি ঝগড়ার উপর পিএইচডি করেছিলেন 😁। তাইতো সুন্দর করেই বুঝিয়ে বলেছেন 🤭।
হিহি🤭😂😂🤭 না ভাই, ঝগড়ার উপর পিএইচডি করিনি, জাস্ট একটু কল্পনা করেই বললাম।