পাঁচ কেজি খাসির মাংস, তারপর আবার এতগুলো লেগ পিস! আমি তো চিন্তা করছি, এত মাংস খেয়েছিলে কি করে? তবে একটা বিষয় শুনে বেশ মজা পেলাম ভাই, যে কয়লার গোডাউনে গিয়ে হিরে খুঁজছিলে🤭🤭। মাঝে মাঝে কয়লার খনিতে হীরা পাওয়া যেতে পারে তবে কয়লার গোডাউনে না ভাই। হা হা হা...🤣 আসলে বাড়ির ছাদে এরকম পার্টি করার যে মজা সেটা কিন্তু রেস্টুরেন্ট থেকে পাওয়া যায় না। সেই দিক থেকে ঠিকই করেছ বাড়ির ছাদে বারবিকিউ পার্টি করে।