আর্ট করতে আমিও অনেক পছন্দ করি দিদি। যখনই সময় পাই বা একটু রিল্যাক্স সময় কাটানোর চেষ্টা করি, তখন বিভিন্ন রকম আর্ট করি এখানে শেয়ার করার জন্য। আজকে আপনার তৈরি করা কচি ডাবের আর্ট সিম্পিল হলেও দেখতে বেশ সুন্দর লাগছে। তাছাড়া আপনি প্রত্যেকটা ধাপ এত সুন্দর করে উপস্থাপন করেছেন যাতে করে সবাই বুঝতে পারবে অংকন পদ্ধতি। আমার কাছে তো বেশ ভালো লাগলো দিদি।
হ্যাঁ মাঝে মাঝেই আপনার সুন্দর সুন্দর আর্ট আমরা দেখতে পাই।
আমি প্রতি সপ্তাহে ই একটি করে আর্ট শেয়ার করে থাকি দিদি। দুইদিন পরেই পুনরায় আবার আমার আর্ট দেখার সুযোগ পাবেন।