আমাদের নিলয় তাহলে শেষ পর্যন্ত বাইক কিনেই ফেলল , অনেক খুশির সংবাদ তো! তবে বাইক কেনা উপলক্ষে বারবিকিউ পার্টি একটু কম হয়ে গেল না ভাই? আরেকটু বেশি কিছু খাওয়ানো উচিত ছিল। হা হা হা... তবে যেহেতু নিজেদের বাড়ির ছাদে করা হয়েছে পার্টি সুতরাং যথেষ্ট মজা হয়েছে এটা ধরে নেওয়া যায়।