জাম্বুরা মাখা দেখেই জিভে জল চলে আসলো আপু। এটা আপনি ঠিক কথা বলেছেন, অনেক কম সময়ে এটি মাখিয়ে নেওয়া যায়। এই জাম্বুরা মাখার টেস্ট সত্যিই অসাধারণ । গ্রামে যখন থাকতাম দুপুর বেলার গাছ থেকে জাম্বুরা পেড়ে নিয়ে এসে এমন করে মাখিয়ে খেতাম। তবে এখন এইভাবে মাখিয়ে খাওয়া আর হয় না আমার।
উৎসাহ মূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।