RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ২৯
কৈশোর বয়সে একবার বন্ধুদের সাথে নৌকায় করে বিলে ভ্রমণ করতে গেছিলাম। তুলনামূলক ছোট একটি নৌকা নিয়ে কয়েকজন বন্ধু গেছিলাম। সময়টা ছিল বর্ষাকাল। বিল ভ্রমন করে বাড়ি ফেরার কয়েক ঘণ্টা আগে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। কোন উপায় ছিল না তাই সবাইকে ভিজে যেতে হয় কিন্তু সমস্যা হল বৃষ্টি থামার নামই নিচ্ছিলো না। এদিক দিয়ে নৌকায় জল ভরে যাচ্ছিল তাই দেখে আমরা বন্ধুরা মিলে নৌকা থেকে জল ফেলে দেওয়ার জন্য তাড়াহুড়ো করতে লাগলাম। সেই সময় নৌকা ব্যালেন্স হারিয়ে বিলের মধ্যে ডুবে যায়। আমরা কি করবো কোন উপায় খুঁজে না পেয়ে নৌকা রেখে সাঁতরে নিকটবর্তী একটি ঘেরের পাড়ে গিয়ে উঠি। সে এক অদ্ভুত কান্ড । তারপর চার-পাঁচ ঘন্টা আমরা ওই ভাবেই ঘেরের পাড়ে দাঁড়িয়ে থাকি। পরে কয়েকজন লোক বিলে এসে আমাদের এই অবস্থায় দেখে। তারা আমাদের সব কথা শুনে জল থেকে নৌকা উঠিয়ে দেয় এবং আমাদের বাড়িতে আসতে সাহায্য করে।
আরেব্বাস!! একদম সেম ঘটনা তো আমার সাথেও ঘটেছিল। কিন্তু আমরা ভয়ে নৌকা রেখে চলে এসেছিলাম ।
দাদা আমাদের নৌকা রেখে বাড়ি যাওয়ার কোনো উপায়ও ছিল না কারণ চারপাশে ছিল অথৈ জল । যদিও কাছাকাছি একটা ঘেরের উঁচু পাড় দেখতে পেয়ে আমরা সেখানে গিয়েই আশ্রয় নিয়েছিলাম নৌকা ফেলে রেখে।