লাইফ স্টাইল || অনেকদিন পর বন্ধুর সাথে মুভি দেখতে যাওয়া

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন আগে আমি একটি মুভি দেখতে গেছিলাম সেই সম্পর্কেই টুকটাক কিছু কথা আজকের এই ব্লগে শেয়ার করব। তবে এখানে আমি কোন মুভির রিভিউ শেয়ার করব না। মুভি দেখতে যাওয়ার আগের এবং মুভি দেখার সময়ের কিছু অভিজ্ঞতার কথা আজকের এই ব্লগে শেয়ার করব। আগে প্রচুর পরিমাণে মুভি দেখা হতো আমার। তবে বিগত কিছু বছর ধরে মুভি আর তেমন একটা দেখাও না আমার। আসলে এখন সেভাবে আর সময় হয়ে ওঠে না।

20240705_115012.jpg

20240705_115014.jpg

20240705_114936.jpg

আগে বন্ধুদের সাথে অনেক মুভি দেখতে যেতাম। তবে বন্ধুরা সব পড়াশোনার কারণে রাজ্যের বাইরে চলে যাওয়ার কারণে এই মুভি দেখার তেমন একটা হয় না। তবে বেশ কিছুদিন আগে আমার বন্ধু আমাদের বারাসাতে ঘুরতে আসার কারনে তার সাথে মুভি দেখতে গেছিলাম। আসলে বর্তমান সময়ের যে মুভিগুলো সিনেমা হলে আসে সেগুলো আমার তেমন একটা পছন্দ হয় না। এই কারণে মূলত নতুন সিনেমাগুলো তেমন একটা দেখা হয় না সিনেমা হলে গিয়ে। সত্যি বলতো আমার কাছে অ্যাকশন টাইপের মুভি গুলো একটু বেশি ভালো লাগে। রোমান্টিক ধরনের মুভি আমি খুব বেশি একটা দেখি না। যাই হোক, বন্ধু এখানে আসার পর তার সাথে ফোনে এই মুভি থাকার প্ল্যান করি আমি। তবে এবার মুভি দেখতে যাওয়ার আগে আমি প্ল্যান করেছিলাম যে মুভিটি দেখতে যাব তার ট্রেলার আগে দেখবো না। তাতে আমার সাথে আমার যে বন্ধু মুভি দেখতে যাবে সে এই সিনেমার ট্রেলার আগে থেকেই দেখে নিয়েছিল। কয়েকদিন আগে একটি মুভি দেখেছিলাম "কিল" নামের।

20240705_134601.jpg

20240705_134512.jpg

20240705_124600.jpg

আমার বন্ধু এই মুভি ট্রেলার দেখে আমাকে এই সিনেমাটা দেখতে যাওয়ার কথা বলে। আসলে এই মুভিটি একটি একশন মুভি ছিল। আমরা দুই বন্ধুর প্ল্যান করে এই মুভিটি লিজার প্রথম দিনে দ্বিতীয় শো দেখতে যাই। আমরা সিনেমাটি দেখতে গেছিলাম বারাসাতের সিটি মলে। এটি আমাদের বাড়ির অনেকটা কাছেই অবস্থিত একটি সিনেমা হলের জায়গা। আমি এর আগেও অনেকবার এই সিনেমা হলে সিনেমা দেখতে এসেছি। আমরা যেদিন এই মুভিটি দেখতে গেছিলাম টিকিট বাবদ আমাদের কাছ থেকে ১৬০ টাকা করে নিয়েছিল। অর্থাৎ ৩২০ টাকা লেগেছিল আমাদের দু’জনের এই টিকিট কাটতে। সেদিন বাহিরে প্রচন্ড গরম ছিল তাই সিনেমা হলের মধ্যে কি একটু স্বস্তি পেয়েছিলাম।

20240705_120217.jpg

20240705_120224.jpg

তবে একটা বিষয় একটু অবাক হয়েছিলাম প্রথম দিন সিনেমাটি রিলিজ হয়ে থাকলো সিনেমা হল একদম খালি ছিল বলা যায়। যদিও এরকমটা আমি আশা করিনি কারণ একদমই নতুন সিনেমা ছিল এটি। এই সিনেমা হলের অবস্থা দেখেই বুঝতে পেরেছিলাম এই মুভিটি তেমন একটা ভালো না অ্যাকশন মুভি বলা হলেও। এ মুভির গল্পটি খুব বেশি প্যাঁচানো । সাধারণ একটা গল্প নিয়েই এই একশন মুভিটি করা হয়েছিল। এই পুরো মুভিটার শুটিংই ট্রেনে করা হয়েছিল। এই মুভির হিরো ছিল একজন আর্মির স্পেশাল অফিসার। তারা যখন ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল তখন সেই ট্রেন ডাকাতদের কবলে পড়ে আর সেখান থেকে কিভাবে সবাই সারভাইভ করেছিল তাই নিয়েই এই সিনেমার গল্প ছিল।

যেহেতু এই পোস্টে আমি মুভি রিভিউ দিচ্ছে না, তাই বিস্তারিত আর কিছু বললাম না। যাহোক মোটামুটি ইনজয় করেছিলাম। তবে মুভি এনজয় করার থেকে বন্ধুর সাথেই গল্প বেশি করেছিলাম। এই মুভির বিরতি সময়ে এখান থেকে কিছু খাবার কিনেও খেয়েছিলাম । তবে খাবারের দাম অনেক টাকা বেশি নিয়েছিল এখানে। যাইহোক, সিনেমা দেখা শেষ করেন দুই বন্ধু মিলে অন্য একটি রেস্টুরেন্টে যায় । এভাবে সেদিন আমাদের সময়টা কাটে।


পোস্ট বিবরণ

শ্রেণীলাইফ স্টাইল
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53406.15
ETH 2223.47
USDT 1.00
SBD 2.29