গতকাল একটি মেলায় গেছিলাম

in আমার বাংলা ব্লগ10 hours ago (edited)

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম । আজকের এই ব্লগে তোমাদের সাথে লাইফস্টাইল রিলেটেড একটি পোস্ট শেয়ার করব। আসলে গতকালকে সন্ধ্যার সময় আমাদের এলাকার একটি মেলায় গেছিলাম তাই নিয়ে কিছু কথা শেয়ার করব । এখন শীতের সময় চলছে তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং মেলার আয়োজন করা হচ্ছে ।শীতের সময় এই মেলার আয়োজন বেশি দেখা যায় । এই লাস্ট কিছুদিনের মধ্যেই প্রায় ১০ থেকে ১২ জায়গার মেলায় আমার অলরেডি যাওয়া হয়ে গেছে । বিভিন্ন জায়গায় ছোট মেলা আবার বিভিন্ন জায়গায় বড় ধরনের মেলা অনুষ্ঠিত হচ্ছে। আসলে বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠান বা পিঠাপুলের উৎসব বা হস্তশিল্প মেলা , শিল্প মেলা বাণিজ্য মেলা, এই ধরনের অনেক অনুষ্ঠান দেখা যাচ্ছে । তাছাড়া বইমেলাও দেখা যায় এই শীতের সময়টাতে। এসব কে কেন্দ্র করেই আশেপাশে বেশ আয়োজন করা হয় ।

20250120_192021.jpg

20250120_192007.jpg

20250120_191907.jpg

20250120_191748.jpg

তাছাড়া বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থাকে সেগুলোকে কেন্দ্র করে এই মেলার আয়োজন করা হয়। আমাদের বাড়ি থেকে একটু দূরে, একটা মেলার আয়োজন করা হয়েছিল গানের অনুষ্ঠানকে কেন্দ্র করে। গতকাল সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে স্টেশনে যাওয়ার পথে গানের আওয়াজ শুনতে পাই তারপর সেখানে গিয়ে এইসব দেখি ও জানতে পারি। যাই হোক, আমি যখন ওইখানে ছিলাম নরমাল মাইকেই গানগুলো বাজানো হচ্ছিল। মেইন শিল্পী তখনও পৌঁছে পারেনি। তাই আমি সেখানে থাকা মেলায় একটু ঘুরে ফিরে দেখে টুকটাক ফটোগ্রাফি করে সেখান থেকে বেরিয়ে পড়ি।

20250120_191855.jpg

20250120_191739.jpg

20250120_192033.jpg

20250120_191839.jpg

20250120_191957.jpg


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীলাইফ স্টাইল
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 1 hour ago 

শীতকাল আসলেই যেন মেলার ধুম পড়ে যায় । গতকাল আপনি মেলায় গিয়েছিলেন এবং সেখানে ঘোরাঘুরি করেছেন ভালো সময় অতিবাহিত করেছেন। এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.037
BTC 101279.37
ETH 3220.57
SBD 4.69