স্বার্থপরতা
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে স্বার্থপরতা নিয়ে কিছু কথা শেয়ার করবো। স্বার্থপরতা এক ধরনের একটি রোগ। আর এই রোগের কোন চিকিৎসা নেই আছে শুধু প্রতিষেধক। এই রোগ একবার কোন মানুষকে ধরে গেলে দিন দিন তা বড় আকার ধারণ করবে। এই পৃথিবীতে স্বার্থপর মানুষগুলো কখনো কারও আপন হতে পারে না। আর স্বার্থপরতার মত রোগের হাত থেকে পারিবারিক শিক্ষাই কেবল বাঁচাতে পারে। আমাদের এই পৃথিবীতে প্রায় ৬০০ কোটি লোকের বসবাস। এই ৬০০ কোটি লোকেরই তাদের নিজের নিজের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে কিছু কিছু লোক আছে যারা শুধু নিজেকে নিয়ে ভাবে আবার কিছু কিছু লোক আছে যারা নিঃস্বার্থ ত্যাগী।
আমরা মানুষেরা বড় স্বার্থপর বটে। এই যে যেমন ছোটবেলা থেকে ভাই,বোন, বন্ধুবান্ধব এদের সাথে সময় না দিলে সময় কাটতোই না। কিন্তু এখন বর্তমান সময়ে বড় হয়ে যাওয়ার পর সেটার আর খুব বেশি প্রয়োজন মনে করি না আমরা। হয়তো এমনও আছে যে অনেকের সাথে আর যোগাযোগই নেই। অথচ তারাই আমাদের এক সময় খুবই প্রিয় জন ছিল তাদের ছাড়া সময় কাটতো না। কতই না স্বার্থপরতা করি আমরা আমাদের প্রিয় মানুষগুলোর সাথে। সেই চিরচেনা মানুষগুলো আমাদের কাছে অচেনা হয়ে যায়। সেইসব প্রিয় মানুষগুলোর অস্তিত্বই গুরুত্বহীন হয়ে পড়ে আমাদের কাছে। এই পৃথিবীতে দিন দিন স্বার্থপর মানুষের সংখ্যা বেড়েই চলেছে। আর একজন স্বার্থপর মানুষের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করার চেষ্টাই বোকামি। কারণ স্বার্থপর মানুষেকে কখনোই তার ভুল ত্রুটি দোষ ও স্বার্থপরতা বোঝানো যায় না। উল্টে তারাই বুঝিয়ে দেয় যে যত ভুল ত্রুটি দোষ স্বার্থপরতা অন্য লোকের তাদের কোন কিছু নয়।তবে নিজের জন্য স্বার্থপর হওয়া ভালো। কারণ নিজের জন্য শুধু আমাদের নিজেকেই ভাবতে হয় কেউ ভাবতে আসবে না।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া স্বার্থবাদী লোকের অভাব নেই। সত্যি আমাদের কতো চেনামুখ সময়ের তরে হারিয়ে যায়। স্বার্থের জন্য আপনজন সব সময় পর হয়ে যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।
পৃথিবীতে সব মানুষের আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়। কিন্তু বর্তমান সময়ে স্বার্থপরতা এক রোগে পরিণত হয়েছে। মানুষ নিজের টুকু ছাড়া অন্য আর কোন কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে না। আমরা সময়ের সাথে সাথে যত এগিয়ে যাচ্ছি তত যেন স্বার্থপরতার উদাহরণগুলো চোখের সামনে প্রকট হয়ে উঠছে। আসলে মানুষ এখন ভীষণ আত্মকেন্দ্রিক। আর এই আত্মকেন্দ্রিকতা কোথাও গিয়ে তাকে সারা সমাজের থেকে আলাদা করে দিচ্ছে।
স্বার্থপরতা একটি সমাজিক ব্যাধি, যা মানুষের সম্পর্কগুলোতে প্রভাব ফেলে। আমরা অনেক সময় নিজের স্বার্থে প্রিয়জনদের উপেক্ষা করি, তবে নিজের জন্য স্বার্থপর হওয়া প্রয়োজন, যাতে নিজের মানসিক শান্তি বজায় থাকে।মানুষ মূলত স্বার্থের দাস।
আসলে দিনশেষে প্রতিটি মানুষই স্বার্থপর এবং আমি মনে করি এটা দোষের কিছু না। কারণ নিজের ভালো-মন্দ নিজেকেই বুঝে নিতে হয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা প্রচন্ড স্বার্থপর। তাদের আশেপাশে থাকাটাও উচিত নয়। কারণ তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, যেকোনো বাজে কাজে লিপ্ত হতে পারে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার পোস্ট টা পড়ে অনেক কিছুই মনে পড়ে গেল ভাই। সত্যি এমন অনেকেই ছিল ছোটবেলা যাদের সাথে দেখা ছাড়া আড্ডা ছাড়া একটা দিন কাটত না। কিন্তু এখন তাদের সাথে যোগাযোগও নেই। হয়তো সময়ের সাথে মানুষ এভাবে বদলে যায়।।