ফটোগ্রাফি || ছাদে গিয়ে তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি [২৫ সেপ্টেম্বর ২০২৪]
নমস্কার,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আসলে আমি যেখানেই যাই না কেন সেখানে গিয়ে ফটোগ্রাফি করতেই আমার ইচ্ছে করে। এই অভ্যাসটা এখন দেখছি অনেকটাই বেশি হয়েছে। আসলে আমাদের কমিউনিটিতে কাজ করার পর থেকে এই ব্যাপারটা আমার মধ্যে তীব্রভাবে দেখা গিয়েছে। যাইহোক, আমি মাঝে মাঝে আমাদের বাড়ির ছাদে যাই। সেখানে গিয়ে একটু ঘোরাফেরা করি, ছবি তুলি। আর ছাদে গিয়ে তোলা অনেক ফটোগ্রাফিও তোমাদের সাথে শেয়ার করেছি আগে। যাইহোক, ছাদে গিয়ে অনেক কিছুই পাওয়া যায় ফটোগ্রাফি করার জন্য। কারণ আমাদের ছাদে বিভিন্ন সময় বিভিন্ন রকমের গাছ লাগানো হয়। তাছাড়া ছাদে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশও পাওয়া যায়।
এখানে তোমরা দেখতে পাচ্ছো লেবুর ফটোগ্রাফি। লেবু গাছ কিন্তু আমাদের ছাদে অনেকদিন ধরেই রয়েছে। এই গাছটি আমি নিজে হাতে লাগিয়েছিলাম। বছরের অনেকটা সময় জুড়ে এই গাছে লেবু পাওয়া যায়। আর এই লেবু আমাদের চাহিদের মিটিয়ে আমরা আমাদের বাড়ির আশেপাশের লোকজনদেরও দিয়ে থাকি। তাছাড়া আমাদের এই গাছের লেবুও খেতে বেশ ভালো।
এখানে তোমরা দেখতে পাচ্ছো লাউ গাছের ডগার ফটোগ্রাফি। আসলে বিভিন্ন ফলের গাছের পাশাপাশি আমাদের ছাদে বিভিন্ন শাকসবজির গাছও লাগানো হয়। এই তো কিছুদিন আগেই লাগানো হয়েছিল লাউ গাছ। এই গাছগুলো অনেকটাই বড় হয়ে উঠেছে এখন। যাইহোক, গাছের এই ডগাটা দেখতে বেশ ভালো লেগেছিল তাই ছাদে গিয়ে হাঁটাহাঁটি করার সময় এই ফটোগ্রাফিটি আমি করেছিলাম।
এখানে তোমরা দেখতে পাচ্ছো নয়নতারা ফুলের ফটোগ্রাফি। আমাদের ছাদে কিন্তু বিভিন্ন প্রকারের নয়নতারা ফুল গাছ রয়েছে। আসলে নয়নতারা অনেক জাতের হয়ে থাকে। এখানে যে জাতের ফটোগ্রাফি শেয়ার করেছি সেগুলো দেখতে অনেকটা ডিপ পিঙ্ক কালারের। এই ফুলটার কালার আমার অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে পূজো দেওয়ার জন্য এই ফুলের ব্যবহার করা হয়।
এখানে তোমরা দেখতে পাচ্ছো সাদা রঙের একটা ফুলের ফটোগ্রাফি। এই ফুলটার একটা নির্দিষ্ট নাম রয়েছে, তবে এই ফুল আমরা সাদা ফুল নামেই চিনি। যাইহোক,এই ফুল আমাদের পূজোর কাজে ব্যবহার হয়ে থাকে। এই ফুলের কিন্তু কোন ঘ্রান নেই ।সারা বছর ধরেই এই ফুল গাছ থেকে ফুল পাওয়া যায় যা আমাদের প্রতিদিনের পূজোর কাজে লেগে যায়।
এখানে তোমরা দেখতে পাচ্ছো আকাশের ফটোগ্রাফি। ছাদে গিয়ে যখন আমি এই পাশ থেকে ওই পাশ ঘুরে ঘুরে বেড়াই চারিদিকে দেখি, একটা মুক্তো পরিবেশ উপভোগ করা যায়। যাইহোক, ছাদে গিয়ে মাঝে মাঝে আকাশটা নীল দেখি আবার কোন সময় মেঘলা দেখি। সৃষ্টির এই সৌন্দর্য আসলেই মুগ্ধ করে আমায়। যাইহোক, আকাশের দিকে ক্যামেরা ধরে এই ফটোগ্রাফি করেছিলাম। কিছুদিন আগে যখন ছাদে হাঁটাহাঁটি করতে গেছিলাম তখন। আমাদের ছাদে গিয়ে আশেপাশের অনেক গাছপালা দেখা যায় যা বেশ দারুন লাগে আমার।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
বাহ,তোমার ছাদবাগানের ফটোগ্রাফিগুলি খুবই সুন্দর দাদা।আমার কাছে খুবই ভালো লেগেছে লেবু ও আকাশের ফটোগ্রাফিগুলি।এমন মুক্ত ও মেঘলা আকাশ দেখতে খুবই ভালো লাগে।আর এই লেবুগুলি অনেক ধরে থাকে গাছে, ধন্যবাদ।
আমার শেয়ার করা ছাদ বাগানের এই ফটোগ্রাফি গুলো যে তোমার কাছে খুব সুন্দর লেগেছে, সেটা জেনে অনেক ভালো লাগলো বোন আমার। তোমার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।
আসলে ফটোগ্রাফি করাটা আমাদের এক ধরনের নেশার মতো হয়ে গিয়েছে। আমিও মাঝেমধ্যে ছাঁদে গিয়ে ফটোগ্রাফি করে থাকি। যাইহোক ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে ভাই। বিশেষ করে নয়নতারা ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো যে আপনার কাছে দারুন লেগেছে তা জেনে অনেক খুশি হলাম ভাই আমি। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার হাতে উঠানো বাসার ছাদে এলোমেলো কিছু ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অত্যন্ত জীবন্ত। বিশেষ করে লাউয়ের ডগার ফটোগ্রাফিটা আমার কাছে খুবই ভালো লেগেছে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এখানে শেয়ার করা আমার এই ফটোগ্রাফি গুলোর প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো আপনার এই মন্তব্যটি পড়ে।
আপনি ছাদ থেকে সুন্দর কিছু ফটো ধারণ করেছেন,আর এই থেকে বুঝতে পারলাম ছাদে অনেক কিছু রয়েছে।যেমন ফলের গাছ রয়েছে, ঠিক তেমনি রয়েছে ফুলের গাছ ও শাক সবজির গাছ। বেশ ভালো লাগলো এত সুন্দর ভাবে ফটোগুলো ক্যাপচার করে শেয়ার করতে দেখে।
আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো যে আপনার কাছে বেশ ভালো লেগেছে, এটা জেনে অনেক খুশি হলাম ভাই আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
বাহ্ দাদা ছাদ বাগান থেকে বেশ কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। নিজের হাতে লাগানো লেবু গাছে লেবু হয়েছে দেখে ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার শেয়ার করা এই পোস্টটি যে আপনার কাছে অনেক সুন্দর লেগেছে তা জেনে অনেক ভালো লাগলো ভাই আমার। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
বিকেলে কখনো ছাদে ঘুরতে গেলে বেশ ভালো লাগে। আপনার তোলা ফটোগ্রাফি দেখেও বেশ ভালো লাগলো। এ ধরনের কিছু ফটোগ্রাফি করতে একটু সময় দিয়ে করলে ভালো হয়। আমি নিজেও এখন কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। তাছাড়া আপনাদের এরকম ফটোগ্রাফি দেখলে আরো আগ্রহ বেড়ে যায়। আজকের ফটোগ্রাফি ভীষণ সুন্দর ছিল।
আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো যে আপনার কাছে ভীষণ সুন্দর লেগেছে, সেটা অনেক খুশির বিষয় ভাই আমার জন্য । আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
বিভিন্ন রকমের এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো। আজ আপনি অনেক সুন্দর দেখতে কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো অনেক সুন্দর হয়েছে। আপনার সবগুলো ফটোগ্রাফি দেখে আমি একেবারে মুগ্ধ হলাম। ছাদে গিয়ে খুব সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন। তবে সবগুলোর মধ্যে আমার কাছে নয়নতারা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। আমাদের ছাদে দুইটা নয়ন তারা ফুল গাছ রয়েছে। যেগুলোতে অনেক ফুল ফুটে থাকে। আমি তো মাঝে মধ্যে ফুলগুলো গিয়ে দেখে আসি।
আপু , আপনি যে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছেন, সেটা অনেক আনন্দের বিষয় আমার জন্য। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার তোলা লেবুর ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই। আমিও চেষ্টা করি এখানে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার।আপনি ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো নিয়ে আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনার এই মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো আমার।
আপনাদের ছাদ বাগানের বিভিন্ন রকমের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আপনার লাগানো এই লেবু গাছে সারাবছর বেশ ভালোই লেবু ধরে তাহলে। ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর হয়েছে। নয়নতারা ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে আমার কাছে। চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো যে আপনার কাছে ভীষণ সুন্দর লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম আপু আমি। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ছাদে গিয়ে দারুন ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আর যখন ফটোগ্রাফি করতে ভালো লাগে তখন চোখের সামনে যা কিছুই দেখা যায় সবকিছুই অনেক সুন্দর লাগে। আর সুন্দরভাবে উপস্থাপন করতে ইচ্ছে করে। অসাধারণ হয়েছে ফটোগ্রাফি গুলো।
আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো যে আপনার কাছে অসাধারণ মনে হয়েছে, সেটা অনেক খুশির বিষয় আপু আমার জন্য। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।