প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা (পর্ব -০২)

in আমার বাংলা ব্লগ17 days ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

ai-generated-8072456_1280.jpg

ইমেজ সোর্স

প্রথম পর্বের লিংক

আমাদের জীবনে প্রিয় মানুষগুলো হারিয়ে গেলে প্রতিটা মুহূর্তে তাদের অভাব আমরা অনুভব করি। যারা হারিয়ে যায় তারা সবকিছু ভুলে খুব সহজেই হারিয়ে যেতে পারে। কিন্তু যাদের হারিয়ে যায় তাদের জীবনে সেই প্রিয় মানুষের যত স্মৃতি থাকে আজীবন তা থেকে যায় মনে। আর সেই মানুষগুলো জীবনে যতদিন বেঁচে থাকে সে হারিয়ে যাওয়া প্রিয় মানুষগুলো স্মৃতি গুলোর যন্ত্রণা একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে রাখে। আমরা আমাদের জীবনে সেই প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলে মিস করতে পারি, কিন্তু তাদেরকে ফিরে পাওয়া কোনভাবে আর সম্ভব হয় না। কারণ কেউ যখন নিজে থেকে হারিয়ে যেতে চায় পৃথিবীতে এমন কোন কিছু নেই যা দিয়ে তাকে আটকানো যায়।

আমাদের জীবনে হারিয়ে ফেলা প্রিয় মানুষ ও তাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত পৃথিবীর কোন কিছুর মধ্যেই ফিরে পাওয়া যায় না।আর অনেকের জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায় তবে সবচেয়ে বেশি খারাপ লাগে যখন আমাদের প্রিয় মানুষগুলো হারিয়ে যায়। সেই সকল মানুষদের কখনো ভুলে যাওয়া সম্ভব না তাইতো তাদের নিয়ে আমাদের মনে মনে এত স্মৃতি বহন করে চলি আমরা।তবে আমাদের জীবনে হারিয়ে যাওয়া সেইসব প্রিয় মানুষগুলো ভালো থাকুক। তাদের ভালো থাকা বড্ড বেশি প্রয়োজন। সবার জীবনে প্রিয় মানুষ রিলেটেড ঘটনা থাকে। তোমরা তোমাদের ঘটনাগুলো আমাদের সবার সাথে শেয়ার করতে পারো। আজ এইটুকু তোমাদের সাথে শেয়ার করার ছিল।


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীক্রিয়েটিভ রাইটিং
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্টটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.030
BTC 82011.42
ETH 1604.45
USDT 1.00
SBD 0.80