ডাই || নতুন একটি ফুলের ওয়ালমেট তৈরি।
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। আমি প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের ডাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। প্রতি সপ্তাহে নতুন নতুন ডাই তৈরি করা সত্যিই একটা চ্যালেঞ্জিং কাজ। তবে অন্যান্য কাজগুলোর পাশাপাশি এই কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই চ্যালেঞ্জিং হলেও আমি প্রতি সপ্তাহে এই কাজগুলো করে থাকি। ক্লে, কার্ডবোর্ড, কালার পেপার আরো অন্যান্য অনেক কিছু দিয়ে আমি মূলত প্রতি সপ্তাহে এই ডাই পোস্টের কাজটি করে থাকি।আজকে তোমাদের সাথে ক্লে ও কার্ডবোর্ড দিয়ে একটি ফুলের ওয়ালমেট তৈরি করে দেখাবো। এই ওয়ালমেট গুলো তৈরি করে দেয়ালে টাঙিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। আমি এইসব ওয়ালমেট গুলো তৈরি করে তা আমার ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখি। যাইহোক, আজকের ওয়ালমেটটি আমি কেমন করে তৈরি করেছি তার ধাপগুলো আমি নিচে শেয়ার করলাম। আশা করি, তোমাদের এটি ভালো লাগবে এবং নিচের ধাপ গুলো অনুসরণ করার মাধ্যমে এটি তৈরির পদ্ধতি তোমরাও শিখে নিতে পারবে।
প্রয়োজনীয় উপকরণ:
●কালার পেপার
●কার্ডবোর্ড
●টিস্যু
●এক্রোলিক কালার
●তুলি
●আঠা
●স্কেল
●কাঁচি
●পেন্সিল
●পুঁতি
●ক্লে
প্রথম ধাপ
প্রথম ধাপে, কার্ডবোর্ডের উপর স্কেল ও পেন্সিলের সাহায্যে দাগ টেনে নিয়ে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।
দ্বিতীয় ধাপ
এই ধাপে কেটে নেওয়া কার্ডবোর্ডের উপরে আঠা লাগিয়ে তার উপরে টিস্যু লাগিয়ে নিলাম এবং তার উপরে তুলির সাহায্যে এক্রোলিক কালার দিয়ে কালার করে নিলাম।
তৃতীয় ধাপ
এবার একটি কালো কালার পেপার কাঁচির সাহায্যে কেটে নিয়ে তা দিয়ে কাঠির মত তৈরি করে নিলাম এবং আগের ধাপের কার্ডবোর্ডের পেছনের দিকে আঠার সাহায্যে কাঠি গুলো পরপর লাগিয়ে নিলাম।
চতুর্থ ধাপ
এবার একটি সবুজ কালারের পেপার কাঁচির সাহায্যে কেটে তা দিয়ে পাতা তৈরি করে নিলাম এবং পাতাগুলো আঠার সাহায্যে কার্ডবোর্ডটির উপরে লাগিয়ে নিলাম।
পঞ্চম ধাপ
এই ধাপে একটি কালো কালারের পেপারের চারিদিকে আঠা লাগিয়ে কার্ডবোর্ডের পিছনে তা লাগিয়ে নিলাম এবং কার্ডবোর্ডের উপরে চারপাশ দিয়ে আঠার সাহায্যে পুঁতি লাগিয়ে নিলাম।
ষষ্ঠ ধাপ
এখন বিভিন্ন কালারের ক্লে এর সাহায্যে কয়েকটি ফুল তৈরি করে নিয়ে তা পরপর কার্ডবোর্ডের উপরে কাঠিগুলোতে লাগিয়ে নিলাম। এভাবে আমার ক্লে ও কার্ডবোর্ড দ্বারা ওয়ালমেট তৈরির কাজ সম্পন্ন করলাম।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ডাই মেকার ও ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
নতুন একটি ফুলের ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে ডাই পোস্টটি তৈরি করে শেয়ার করলেন।
আমার এই ওয়ালমেট টি দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন তা জেনে খুব খুশি হলাম ভাই আমি। প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ফুলের ওয়ালমেট তৈরি দেখে খুবই ভালো লাগলো ভাই। রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে খুব সুন্দর লাগে। ক্লে দিয়ে তৈরি ফুলগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপনা করার জন্য।
আমার শেয়ার করা এই ফুলের ওয়ালমেট টি দেখে যে আপনার ভালো লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম ভাই আমি। ধন্যবাদ আপনাকে, আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য।
খুবই সুন্দর একটি ফুলের ওয়ালমেট প্রস্তুত করেছেন রঙিন পেপার এবং ক্লে ব্যবহার করে।
আমার কাছে বেশ ভালো লেগেছে।
ঘরের দেয়ালে ঝুলিয়ে দিলেও দেখতে অনেক সুন্দর দেখাবে।
সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো ও শুভেচ্ছা রইল আপনার জন্য।
চেষ্টা করেছি ভাই, ওয়ালমেট তৈরির ধাপগুলো সুন্দর করে উপস্থাপন করার জন্য । আমার শেয়ার করা এই ওয়ালমেট টি যে আপনার কাছে বেশ ভালো লেগেছে তা জেনে খুব খুশি হলাম ভাই আমি।
অনেক সুন্দর লাগে যদি ক্লে এরকম ভাবে সুন্দর সুন্দর ফুলের ওয়ালমেট গুলো তৈরি করা হয় তাহলে। আমি এই ধরনের ডাইগুলো তৈরি করতে ভালোবাসি। ফুলের ওয়ালমেট তৈরি করে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেশ ভালোই বৃদ্ধি পায়। আমার কাছে তো আপনার আজকের এই ফুলের ওয়ালমেট অসম্ভব ভালো লেগেছে। কেউ চাইলে এই ফুলের ওয়ালমেট তৈরি করে নিতে পারবে। কারণ আপনি সুন্দর করে উপস্থাপনা টা তুলে ধরেছেন।
আমার শেয়ার করা এই ওয়ালমেট টি যে আপনার কাছে অসম্ভব ভালো লেগেছে, এটা জেনে খুব খুশি হলাম ভাই আমি। আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
বাহ আপনি আজকে আমাদের মাঝে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন ভাই। আসলে প্রতিনিয়ত আপনার হাতের কাজ দেখে আমি বেশ মুগ্ধ হয়ে যাচ্ছি। ছেলে মানুষের হাতের কাজ এতটা সুন্দর হয় কিভাবে আপনাকে না দেখলে হয়তো বুঝতাম না। আসলে যে কোন ধরনের ওয়ালমেট তৈরি করে যদি ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখা যায় দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাই পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।
ক্লে ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি তো আজকে অনেক ধরনের জিনিস দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আপনার হাতের কাজগুলো আমার ভীষণ ভালো লাগে। আজকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার হাতের কাজগুলো যে আপনার কাছে সুন্দর লাগে, এটা জেনে খুব খুশি হলাম আপু আমি। যাইহোক, আজকে শেয়ার করা আমার এই ওয়ালমেটটির প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বেশ দারুন একটা ওয়ালমেট তৈরি করেছেন। ফুলের ওয়ালমেট টা খুবই সুন্দর হয়েছে। ক্লে দিয়ে তৈরি বিভিন্ন রং এর ফুল গুলো অসাধারণ লাগছে দেখতে। দেয়ালে ঝুলানোর পর আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা ফুলের এই ওয়ালমেট টি যে আপনার কাছে সুন্দর লেগেছে, তা জেনে খুব ভালো লাগলো আপু আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনার এই প্রশংসা মূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
বাহ্! দারুণ একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাই। ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমারও খুব ভালো লাগে। এই ওয়ালমেটটি একেবারে নিখুঁতভাবে তৈরি করেছেন ভাই। বিশেষ করে পুঁতি ব্যবহার করেছেন বলে,ওয়ালমেটটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে। যাইহোক এতো চমৎকার একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এই ওয়ালমেট টি যে আপনার কাছে দারুণ লেগেছে তা জেনে আমার অনেক ভালো লাগলো ভাই। আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
বেশ কিছু সরঞ্জাম দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি করা ওয়ালমেট টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুবই আকর্ষণীয় লাগছে দেখতে। খুবই নিখুঁতভাবে ওয়ালমেট টি তৈরি করেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার এই ওয়ালমেট টি যে আপনার কাছে খুব আকর্ষণীয় এবং নিখুঁত লেগেছে তা জেনে খুব ভালো লাগলো আপু আমার। আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি করার দুর্দান্ত ওয়ালমেট দেখে আমি মুগ্ধ। অনেক সুন্দর ভাবে আপনি ওয়ালমেট এর কাজ সম্পন্ন করে আমাদের দেখানোর চেষ্টা করেছেন তাই অনেক ধন্যবাদ।
আপু, আপনি যে আমার শেয়ার করা এই ওয়ালমেট টি দেখে মুগ্ধ হয়ে গেছেন, তা জেনে অনেক ভালো লাগলো আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।