স্মৃতিচারণ || শীতের সময় পুকুরে স্নান করার কিছু অভিজ্ঞতা
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে শৈশবের একটি স্মৃতিচারণ শেয়ার করবো। আসলে শৈশবের সময় কালটাই ছিল অসাধারণ। শৈশবের যখন ঘটনা গুলো মনে করি আলাদাই একটা ভালো লাগা কাজ করে। শৈশবের সময় ঠান্ডা গরম এসব কিছু বিচার করার সময় ছিল না। সব সময় সব কিছু করতাম উৎফুল্ল হয়ে। গরমের সময় বাইরে খেলাধুলো করা শীতের সময় ঠান্ডা জলে স্নান করা। সবকিছুই ছিল সাধারণ ব্যাপার কোন মৌসুমই আমাদের কাছে বাধা হয়ে দাঁড়াতো না আমাদের কাজ করার ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে যেমন ঠান্ডা গরমের ব্যাপার থাকে অনেক কিছু চিন্তা ভাবনা চলে কিন্তু ছোটদের ক্ষেত্রে সেরকম ব্যাপার হতো না।
আমি আমার শৈশবে দলবল নিয়ে পুকুরে স্নান করতাম। আমাদের গ্রুপে ৫ থেকে ৬ জন আমরা এরকম ছিলাম। আর সবাই ছিল একই রকম। অর্থাৎ স্নান করার ক্ষেত্রে পুকুরে ঝাপাঝাপি করতেই হতো। আমরা দুপুরের দিকে চলে যেতাম আমাদের পুকুরে স্নান করার উদ্দেশ্যে। প্রথমে পুকুরে নামতে একটু ঠান্ডা লাগতো তবে কিছু দূর নেমে যাওয়ার পর একদমই সাধারণ মনে হতো স্নান করার ব্যাপারটা। তারপর ঝাপাঝাপি অনেক করা হতো।
যেহেতু ঠান্ডার সময় ওভাবে স্নান করতাম তাই বাড়ি থেকে অনেক রাগারাগি করত। কিন্তু আমরা সেই গুলোকে পাত্তা দিতাম না। আমরা আমাদের মতই স্নান করে যেতাম। এরকম ভাবে স্নান করার কারণে অনেকবার বাড়িতে বকাও খেয়েছি। এখন শীতের সময় চলছে আর এই শীতের সময় এই ব্যাপার গুলো বেশি মনে পড়ে। আমি যখন শৈশবে গ্রামে থাকতাম সেই ব্যাপার গুলো হতো। কিন্তু শহরে যাওয়ার পরে আসলে সেই ব্যাপারগুলো আর হয়ে ওঠেনি কখনোই। তোমরা সবাই জানো যে আমি বর্তমানে বাংলাদেশের একটি গ্রামে ঘুরতে এসেছি। আসলে এইখানে এসে সেই ব্যাপারগুলো বাচ্চাদের মধ্যে দেখতে পাই। আমিও আমাদের ওয়েস্ট বেঙ্গল এর গ্রামের বাড়িতে এভাবেই স্নান করতাম। এইখানে আসার পর এই বিষয়গুলো দেখে আসলে অতীতের কথা গুলো মনে পড়ে গেল। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
শীতকালে পুকুরের মধ্যে গোসল করলে বাসা থেকে বকা দিবেই এটা স্বাভাবিক। আসলে এখন পর্যন্ত কোন দিন শীতকালে পুকুরের পানিতে গোসল করিনি।আর আমাদের এলাকায় পুকুর নেই বললেই চলে। শীতকালে ছোটদের ঠান্ডা গরম বলতে কিছুই নেই। ছোটবেলায় আমি ও শীতকাল কে অন্যান্য সব ঋতুর মতোই মনে করতাম। আপনি ও ছোট বেলায় শীতকালে ঠাণ্ডা কে উপেক্ষা করে পুকুরের মধ্যে গোসল করেছিলেন, দেখে বেশ ভালো লাগলো।
আমাদের এলাকায় অনেক বড় একটা পুকুর ছিল। আমরা কয়েকজন বন্ধু মিলে প্রতিদিন একসঙ্গে ঐ পুকুরে গোসল করতে যেতাম। গরমের সময় তো গোসলের সময়ের কোন লিমিট ছিল না। কিন্তু আসল মজাটা হতো শীতের সময়। দারুণ লাগল আপনার পোস্ট টা পড়ে। ধন্যবাদ আপনাকে।।
শীতকালে তো পুকুরের পানি এমনিতেই অনেক ঠান্ডা থাকে। তবে ছোটবেলায় তো মনের মধ্যে আনন্দ ছিলো অন্য রকম। তাই ঠান্ডা পানিও কোনো ব্যাপার ছিলো না। তবে কয়েকজন মিলে পুকুরে গোসল করতে নাকি খুব ভালো লাগে। যদিও আমার এই ধরনের অভিজ্ঞতা নেই বললেই চলে। বাংলাদেশে এসে বেশ ভালোই মজা করছেন তাহলে। যাইহোক স্মৃতিচারণ পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।