ছোট ছোট উপকার করে অনেক আনন্দ পাওয়া যায়
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটা জেনারেল রাইটিং শেয়ার করব। আসলে ছোট ছোট উপকার করার মধ্যে যে আনন্দ রয়েছে সেইসব নিয়ে কিছু কথা শেয়ার করব নিজের অভিজ্ঞতা থেকে। আমি ছোটবেলা থেকেই লোকের উপকার করতে অনেক ভালোবাসি। লোকের উপকার করতে গিয়ে অনেক সমস্যার মধ্যেও পড়েছি তবে এই বিষয়টা আমার কাছে একটা নেশার মত। লোকের উপকার করে একটা আলাদা আনন্দ খুঁজে পাই আমি। বারবার লোকের উপকার করার বিষয়টা হয়তো অনেকেই ভালো চোখে নেয় না, তবে এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
আজ সকাল থেকেই প্রায় তিনজন মানুষের উপকার করেছি, তবে সেগুলো ছোট ছোট উপকার । তাহলেও এইসব করে একটা আলাদা ভালো লাগা আমার মধ্যে এসেছে। সকালে আমার এক দাদু ফোন করে তার কিছু ওষুধ এনে দেওয়ার কথা বলে। আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, সেই সময় ছুটতে ছুটতে চলে যায়। এক কিলোমিটার পথ হেঁটে ওষুধ কিনে দিই দাদুকে। তারপর তার মুখের হাসি টা দেখে আমার অনেক ভালো লাগে। তারপর দুপুরের দিকে গেছিলাম একটু স্টেশনে। সেখানে গিয়ে দেখি এক দাদু চলতে পারছিল না। তারপর তাকে একটু সাহায্য করে টোটো স্ট্যান্ডে নিয়ে যাই এবং তার বাড়ির ঠিকানায় টোটোতে করে পাঠিয়ে দিই।
সন্ধ্যার পর পর আজ একটু গেছিলাম দমদমে টুকটাক বাজার করার উদ্দেশ্যে। আসলে শপিং করার একটু ব্যস্ততা চলছে সেই জন্যই গেছিলাম। সেখানে গিয়ে অসহায় কয়েকটা লোকদের দেখে কিছু টাকা দিয়ে সাহায্য করি। এইসব কাজ করার পর নিজের মধ্যে একটা আলাদা আনন্দের অনুভূতি হচ্ছিল । যাইহোক, তোমরাও এরকম ছোট ছোট উপকার করার মাধ্যমে আনন্দ খুঁজে পেতে পারো। এই আনন্দের মধ্যে আলাদা একটা শান্তিও রয়েছে। যাই হোক, এতোটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করার।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
লোকেশন | বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি একেবারে ঠিক কথা বলেছেন। ছোট ছোট উপকার গুলো করলে নিজের কাছে অনেক বেশি আনন্দ লাগে। আলাদা একটা অনুভূতি মনের মধ্যে সৃষ্টি হয় তখন। কোনো কিছুতেও এত আনন্দ পাওয়া যায় না, এটার মধ্যে যত আনন্দ পাওয়া যায়। আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।
অন্যের উপকার করা অনেক বেশি ভালো। আর এইসব উপকারের মধ্যে অনেক আনন্দ রয়েছে। যেটা আমরা উপকার করলেই জানি। এসব ছোট ছোট উপকার মানুষকে খুবই আনন্দ দেয়। আর আমার নিজের কাছেও এরকম ছোট ছোট উপকার করতে অনেক বেশি ভালো লাগে। পোস্টটা লিখে সুন্দর ভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে মানুষের উপকার বড় ছোট এগুলো কোন বিষয় না। যে কোন কাজে উপকার করলে আমাদেরকে অনেক ভালো লাগে।আসলে আমার কাছেও ঠিক এমন,মানুষের উপকার করতে খুবই ভালো লাগে। এবং উপকার করে তার মুখের একটা হাসি দেখি তখন আরো অনেক ভালো লাগে।যাইহোক আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে আমাদের মাঝে পোস্ট টি উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।