লাইফ স্টাইল || অনেকদিন পর প্রিয় খাবার অর্ডার করে খেলাম

in আমার বাংলা ব্লগ19 days ago (edited)

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

InShot_20240704_232143627.jpg

আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে লাইফ স্টাইল রিলেটেড একটি পোস্ট তোমাদের সাথে আমি শেয়ার করবো। বন্ধুরা, বিভিন্ন ধরনের খাবার খেতে আমরা অনেকেই ভালবাসি। এক একজনের এক এক রকম খাবার প্রিয় হয়ে থাকে। আমি যেহেতু বাঙালি মানুষ তাই বাঙালি খাবার তো আমার ভালই লাগে, তা বাদেও অন্যান্য অনেক ধরনের খাবার খেতে আমি ভালবাসি। নতুন নতুন খাবার টেস্ট করার মধ্যে একটা আলাদাই মজা রয়েছে। বাইরের যে খাবার গুলো খেতে আমি ভালবাসি সেগুলোর মধ্যে পিজ্জা এবং ভেজ মেক্সিকানা ট্যাকো অন্যতম। এই পিজ্জা খাওয়া নিয়ে এর আগেও তোমাদের সাথে কয়েকটি ব্লগে বিভিন্ন কথা শেয়ার করেছি আমি। এই পিজ্জা খাওয়ার ক্ষেত্রে আমার একমাত্র ভরসা ডমিনোজই বলা চলে। আমি বিগত অনেক বছর ধরেই এই ডমিনোজ থেকে এইগুলো খেয়ে থাকি। তবে মাঝে মাঝে অন্যান্য অনেক জায়গা থেকেও এই পিজ্জা খাওয়ার ট্রাই করেছি কিন্তু টেস্টের ব্যাপারে আমার কাছে ডমিনোজই সেরা লাগে।

InShot_20240704_231715031.jpg

InShot_20240704_231835607.jpg

এই পিজ্জা আমি মাঝে মাঝে বাড়িতে অর্ডার করে খাই। আবার অনেক সময় ডমিনোজ এর যে রেস্টুরেন্ট গুলো রয়েছে সেখানে গিয়ে খেয়ে আসি। ওয়েদার ঠান্ডা হোক অথবা গরম, সব ওয়েদারেই সাধারণত এগুলো খেতে আমার ভালো লাগে। তবে গরম ওয়েদারের থেকে ঠান্ডা ওয়েদারে তুলনামূলক একটু ভালো লাগে এগুলো খেতে। এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে হালকা পাতলা বৃষ্টির কারণে। এই ওয়েদারটা আমার কাছে বেশ দারুন লাগে। গতকালকে যদিও বৃষ্টি হয়নি তবে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল। এই ঠান্ডার মধ্যে হঠাৎ করে আমার এই পিজ্জা খাওয়ার ইচ্ছা হয়। আসলে ডমিনোজ এর যে অ্যাপ রয়েছে আমার ফোনে আমি মাঝে মাঝে সেখানে চেক করি, কোন অফার আছে কিনা তাই দেখতে। আর কোন ভাল অফার বুঝলে আমি অর্ডার করে খাই সেখান থেকে। ভারত যেহেতু এইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, সেই উপলক্ষে দেখি বেশ কিছু অফার দিয়েছে এখানে

InShot_20240704_231802930.jpg

InShot_20240704_231929541.jpg

এই লোভনীয় অফার দেখে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকার কারণে আমি ডমিনোজ থেকে আমার প্রিয় খাবার অর্ডার করে ফেলি। ডমিনোজ থেকে কোন খাবার অর্ডার করার পরে যতক্ষণ না পর্যন্ত আমার কাছে আসছে, ততক্ষণ পর্যন্ত এইগুলো খাওয়ার ইচ্ছার তীব্রতা আরও অনেক গুণ বেড়ে যায় আমার। আসলে ডমিনোজের খাবার সব সময় আমার কাছে টেস্টি লাগে, এজন্য এমনটা হয়। যাইহোক, গতকাল দুপুর ১২ টার দিকে আমি খাবার অর্ডার করি। অর্ডার করা খাবারের মধ্যে ছিল অনিয়ন পিজ্জা এবং ভেজ ম্যাক্সিকানা ট্যাকো। অনেকদিন পরেই এই অনিয়ন পিজ্জা অর্ডার করেছিলাম। লাস্ট বেশ কিছুদিন ধরে যখন আমি পিজ্জা খাচ্ছিলাম তখন অন্য টাইপের পিজ্জা গুলোই বেশি খাওয়া হচ্ছিল। তাই এইবার অর্ডার করলাম এই অনিয়ন পিজ্জা। এর দাম তুলনামূলক কম কিন্তু খেতে বেশ ভালই লাগে।

তাছাড়া ভেজ ম্যাক্সিকানা ট্যাকো খেতেও অসাধারণ। আসলে বেশ কিছু মাস আগে প্রথম যখন ম্যাক্সিকানা ট্যাকো খেয়েছিলাম তখন এটা এতটাই ভালো লেগেছিল যে, পিৎজা অর্ডার করলে এর সাথে সাথে আমি এই ভেজ ম্যাক্সিকানা ট্যাকো খাবারটাও অর্ডার করি। যাইহোক, খাবার অর্ডার করার ৩০ মিনিট পরেই এই খাবার আমার বাড়ির সামনে চলে আসে। ডমিনোজের ৩০ মিনিটের মধ্যে খাবার ডেলিভারি করার সার্ভিসটা আমার কাছে বেশ ভালই লাগে। অন্যান্য অনেক জায়গায় রয়েছে সেখানে খাবার অর্ডার করলে আসতে অনেক দেরি করে ফেলে। সে ক্ষেত্রে অধিকাংশ সময়ই খাবার ঠান্ডা হয়ে যায়। তবে ডমিনোজে খাবার অর্ডার করার পরে খাবার পাওয়া নিয়ে নিরাশ হতে হয় না। নির্দিষ্ট সময়ের মধ্যেই গরম গরম খাবার বাড়িতে দিয়ে যায় তারা।

InShot_20240704_231909134.jpg

InShot_20240704_231857068.jpg

যাইহোক, গতকালকে ভেবেছিলাম এই খাবারগুলোর সাথে পেপসিও অর্ডার করবো। তবে পেপসির দামের উপর কোন অফার না থাকায় তা আর অর্ডার করিনি। আমার অর্ডার করা অনিয়ন পিজ্জা এবং ভেজ মেক্সিকানা ট্যাকো আসার পর আমি একাই খেয়েছিলাম সবগুলো গতকালকে। এই ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম গরম এই খাবারগুলো খুব উপভোগ করেই খেয়েছিলাম। আসলে বাড়িতে কেউ ছিল না, থাকলে হয়তো সবার সাথে শেয়ার করে খাওয়া হতো এইগুলো। প্রিয় এই খাবারগুলো খাওয়ার পর একটা আলাদাই তৃপ্তি পেয়েছিলাম।


পোস্ট বিবরণ

শ্রেণীলাইফ স্টাইল
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 18 days ago 

প্রিয় খাবার অর্ডার করে খাওয়ার অনুভূতি আমাদের মাঝে ব্যক্ত করেছেন দেখে খুবই ভালো লেগেছে। এক কথায় দারুন ভাবে আপনি উপস্থাপন করেছেন বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত। আর এরই মধ্য দিয়ে অনেক কিছু জানার সুযোগ মিললো আমার।

 18 days ago 

আপনার এই সুন্দর মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 18 days ago 

নিজের পছন্দের খাবারগুলো আপনি অর্ডার করে খেয়েছিলেন দেখে অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া। নিজের পছন্দের খাবারগুলো খাওয়ার পর কিন্তু আলাদা রকম একটা তৃপ্তি পাওয়া যায়। বাড়িতে কেউ না থাকায় একা একাই তাহলে সব কিছু খেয়ে ফেলেছেন। যাই হোক অর্ডার করার ৩০ মিনিটের মধ্যেই দেখছি খাবারটা আপনার কাছে চলে এসেছিল। বিষয়টা কিন্তু সত্যি খুব ভালো ছিল। খাবার গুলো দেখে তো মনে হচ্ছে অনেক মজাদার ছিল। আপনার পছন্দের খাবারগুলো খাবার মুহূর্তটি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 18 days ago 

বাড়িতে কেউ না থাকায় একা একাই তাহলে সব কিছু খেয়ে ফেলেছেন।

হ্যাঁ আপু, একাই সব খাবার গুলো খেয়ে ফেলেছিলাম।

 18 days ago 

ভাই কেন যে আপনি এত মজাদার খাবার দেখালেন। আপনি তো মজা করে খেয়েছিলেন, আবার আমাদেরকেও লোভ লাগিয়ে দিয়েছেন শেয়ার করে। নিজের পছন্দের খাবার অর্ডার করে মাত্র ৩০ মিনিটেই গরম গরম হাতে পেয়ে গিয়েছেন। এই বিষয়টা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। গরম গরম খাবার গুলো খেতে নিশ্চয়ই ভালো লেগেছিল। আমি তো ভাবতেছি একা একা কিভাবে সবগুলো খাবার খেয়ে ফেলেছেন। যাই হোক ভালো লাগলো দেখে আপনার আজকের পোস্ট।

 18 days ago 

হ্যাঁ ভাই, গরম গরম খাবার গুলো খেতে আমার অনেক ভালো লেগেছিল।

 16 days ago 

ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছে,সে উপলক্ষে ডমিনোজ পিজ্জাতে ভালোই ছাড় পেলেন। আসলে মাঝে মাঝে বাহির থেকে অর্ডার করে খাবার খেতে ভালোই লাগে। পিজ্জার সাথে ভেজ মেক্সিকানা ট্যাকো গুলো ভালোই ভুড়িভোজন করলেন। ধন্যবাদ।

 16 days ago 

ধন্যবাদ ভাই, আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66552.34
ETH 3451.80
USDT 1.00
SBD 2.65