পাড়ার লক্ষ্মী পূজো

in আমার বাংলা ব্লগ4 months ago

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে পাড়ায় অনুষ্ঠিত হওয়া লক্ষ্মী পূজো নিয়ে কিছু কথা শেয়ার করবো। আসলে আমাদের এখানে লক্ষ্মীপূজো বেশ ছোট করেই করা হয়ে থাকে। দুর্গাপুজোর কয়েকদিন পরেই এই লক্ষ্মীপূজো অনুষ্ঠিত হয়ে থাকে। তোমরা সবাই জানো যে আমাদের কলকাতাতে অনেক বড় করে এবং ধুমধাম করে দুর্গাপূজো অনুষ্ঠিত হয়ে থাকে। সেই পূজার আনন্দ না যেতে যদি লক্ষ্মী পূজোর আমেজ চলে আসে। তবে বিশাল ভাবে দুর্গাপূজো দেখার পরে লক্ষ্মীপূজো যখন দেখা হয় অনেক ছোটই মনে হয়। তাছাড়া এই লক্ষ্মীপূজো কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গলের কোন জায়গায় বড় করে করা হয় না সব জায়গায় ঘরোয়া ভাবে করা হয়, কোন কোন জায়গায় পাড়ায় করা হয় কোথাও কয়েকজন ফ্যামিলি মিলে করে থাকে এইভাবেই অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের পাড়ায় প্রত্যেক বছরই মোটামুটি ভাবে এই লক্ষ্মী পূজো অনুষ্ঠিত হয়ে থাকে। এই লক্ষ্মী দেবী হচ্ছে ধনসম্পদের দেবী ধন সম্পদের কামনা করে সবাই এই লক্ষী দেবীর পূজো করে থাকে। ছোটবেলায় অনেক লক্ষ্মী দেবীর পূজো করতাম এবং বাড়িতে অনুষ্ঠিত হওয়ার সব পূজোতেই আঞ্জলি দিতাম।তবে বড় হয়ে যাওয়ার পর ধন-সম্পত্তির দরকার থাকলেও লক্ষ্মীপূজোয় তেমন একটা অংশগ্রহণ করা হয় না। এবার পাড়ায় অনুষ্ঠিত হওয়া লক্ষ্মীপূজোয় কিছু সময় কাটিয়েছিলাম। গান বাজনা অঞ্জলি সবকিছু মিলে বেশ ভালোই হয়েছিল। যেদিন লক্ষ্মীপূজো অনুষ্ঠিত হয়েছিল সেইদিন তেমন একটা ফটো তুলিনি। লক্ষ্মী পুজো শেষ হয়ে যাওয়ার পরেই এই ফটোগুলো তুলেছিলাম। যাইহোক,আমাদের পাড়ার লক্ষ্মীপূজো হলে যে প্রসাদ গুলো হয় আশেপাশের বাড়িগুলোতে দেওয়া হয়। এই প্রসাদকে আমাদের শুভ মনে করা হয়। লক্ষ্মী দেবী প্রত্যেকেরই ধন সম্পত্তি বাড়িয়ে দিক, সেই শুভ কামনাই করি। আজকের ব্লগ এখানেই শেষ করলাম।

20241017_213035.jpg

20241017_213040.jpg

20241017_213045.jpg

20241017_213049.jpg

20241017_213054.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীলাইফ স্টাইল
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ 24 পরগণা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.


💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project

@tipu curate

 4 months ago 

পূজো তে বেশ সুন্দর মুহূর্ত কাটিয়েছেন ভাই। ফটোগ্রাফির মাধ্যমে পাড়ার লক্ষ্মী পূজো দেখে খুব ভালো লাগলো। আসলে পূজোতে গেলে খুব ভালো লাগে। পূজো তে কাটানো অনুভূতি বেশ সুন্দর ভাবে শেয়ার করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে ভাই।

 4 months ago 

ছোটবেলায় হাতেগোনা কয়েকবার পূজা দেখেছিলাম। তবে এখন আর যাওয়া হয় না। কিন্তু আপনাদের পূজা সংক্রান্ত পোস্ট গুলোর মাধ্যমে অনেক কিছুই দেখতে পারি। যাইহোক আপনাদের পাড়ায় অনুষ্ঠিত হওয়া লক্ষ্মীপূজায় দারুণ সময় কাটিয়েছেন ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 89132.00
ETH 2435.20
USDT 1.00
SBD 0.67