রঙিন ম্যান্ডেলার চিত্রাংকন- ১৫
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি। |
---|
আমার এক বন্ধুর নাম হচ্ছে সুরাজ। সে সোদপুরের একটি জায়গায় থাকে। তার বাড়ির পাশে পানিহাটি নামক একটি জায়গায় কয়েক দিন ধরে বেশ গানের অনুষ্ঠান হচ্ছে। সে কয়েকদিন আগেই আমাকে সেখানে যেতে বলেছিল কিন্তু তখন সময় হয়নি আমার তাই সে বলেছিল ২৯ ডিসেম্বর অবশ্যই যেতে। বিশেষ কেউ হয়তো এই দিন সেখানে আসবে। যাইহোক আজ সকাল সকালে তার ফোন চলে এসেছিল। ফোনে সে জানায় বিকাল চারটার মধ্যে তার ওইখানে যেন পৌঁছে যাই আমি। আমি সকালে ঘুম থেকে উঠে ভাবা শুরু করলাম পানিহাটি গিয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে , তখন এসে এতটা সময় পাবো না যে কমিউনিটিতে কোন কিছু পোস্ট করতে পারবো। তাই ঘুম থেকে উঠে আর্টের জিনিসপত্র নিয়ে বসে পড়লাম একটি আর্ট করার জন্য। তারপর কিছুটা সময় নিয়ে এঁকে ফেললাম একটি রঙিন ম্যান্ডেলার চিত্র অংকন। ধাপে ধাপে আমি নিচে শেয়ার করলাম চিত্রাংকনটি।
প্রয়োজনীয় উপকরণ:
● সাদা খাতা
● তিনটি ভিন্ন কালারের স্কেচ পেন
●কালো জেল পেন
● জ্যামিতিক কম্পাস
● জ্যামিতিক স্কেল
🪶🪶 প্রথম ধাপ 🪶🪶
প্রথমে একটি চতুর্ভুজ অঙ্কন করে নিলাম স্কেল এবং জেল পেনের সাহায্যে।
🪶🪶 দ্বিতীয় ধাপ 🪶🪶
এবার কম্পাস এবং জেল পেন এর সাহায্যে চতুর্ভুজটির দুই পাশে দুটি বৃত্তাংশ এঁকে নিলাম ।
🪶🪶 তৃতীয় ধাপ 🪶🪶
এবার চতুর্ভুজটির মধ্যে স্কেল এবং জেল পেনের সাহায্যে আটটি দাগ অঙ্কন করে নিলাম । এর ফলে চতুর্ভুজটির মধ্যে অনেকগুলো ত্রিভুজের সৃষ্টি হল।
🪶🪶 চতুর্থ ধাপ 🪶🪶
এখন চতুর্ভুজটির মধ্যে বিভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে সুন্দর করে কালার করে নিলাম।
🪶🪶 পঞ্চম ধাপ 🪶🪶
জেল পেন এর সাহায্যে চতুর্ভুজের বাইরে এবং বৃত্তাংশের ভিতরের যে অংশ ছিল সে অংশের মধ্যে ডিজাইন করলাম এবং বৃত্তাংশের চারপাশেও বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম।
🪶🪶 ষষ্ঠ ধাপ 🪶🪶
এখন স্কেচ পেনের সাহায্যে বৃত্তাংশের বাইরে যে ডিজাইন করেছিলাম সেগুলোর মধ্যে কালার করে নিলাম এবং চিত্র অংকন শেষে নিজের নাম লিখে নিলাম চিত্রের নিচে।
🪶🪶 সপ্তম ধাপ 🪶🪶
চিত্র অংকন সম্পন্ন করে এবং নিজের নাম লেখার পরে ফাইনাল যে আউটপুট টি পেলাম তার একটি চিত্র এটি।
আপনি দ্রুততার সাথে ম্যান্ডালা চিত্র অংকনটি সম্পুন্ন করেছে। আপনার রঙ্গিন ম্যান্ডালা চিত্র অংকটি দেখে বেশ ভালো লেগেছে। তবে আপনি সবচেয়ে ভালো কাজ করেছেন যেহেতু দূরে যাবেন আস্তে আস্তে রাত হবে তখন আর কাজ করতে মন চায় না। অসাধারণ ছিল আপনার অনুভূতিগুলো, সেইসাথে আপনার করা রঙিন ম্যান্ডালা আর্ট, আমাদেরকে উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলার জন্য।
বন্ধুর সাথে গেলে কাজ করা হবে না। আর সেই ভাবনা থেকে আপনি সকাল সকাল উঠে এই ম্যান্ডেলাটি করতে বসে গেছেন শুনেই ভালো লাগছে। কারণ আপনার কাজের প্রতি আন্তরিকতা থেকেই তো আপনি কাজ করছেন। সত্যি বলতেই হবে স্কেচ পেন দিয়ে দারুন ম্যান্ডেলা আর্ট করেছেন। ভালো লাগলো দাদা।
এখনো বাড়ি যেতে পারিনি আপু এখনো বাড়ির বাইরে আমি। তখন কাজটা না করে বের হলে আজ আর কাজ করা হতো না যদিও।
আপনার ম্যান্ডেলা আর্টটি খুব সুন্দর লাগছে। কালার করায় আরও সুন্দর লাগছে। আমারও আর্ট করতে ভীষণ ভালো লাগে। অবসর সময় পেলে আর্ট করতে ভালো বাসি।যাই হোক আপনার ম্যান্ডেলা আর্টটি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
এত সুন্দর ভাবে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট নিয়ে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনি দারুন ইউনিক ডিজাইনের একটি ম্যান্ডেলা আর্ট করে শেয়ার করেছেন। আপনার ম্যান্ডেল আর্টি দেখতে খুব সুন্দর লাগছে। রং করার কারণে আরও বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আপনার এই ম্যান্ডেলা আর্ট করার প্রক্রিয়া গুলো শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাই চেষ্টা করি কিছুটা ইউনিক ম্যান্ডেলা আর্ট করার। ম্যান্ডেলা আর্টে রং করলে বেশ ভালো লাগে এই জিনিসটা আমিও খেয়াল করে দেখেছি।
বরাবরের মতো আপনার আকা এই ম্যান্ডালা আর্টি বেশ সুন্দর হয়েছে। ধাপগুলোও বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।
আমরা সচরাচর কালো রঙের ম্যান্ডেলা দেখে থাকি আপনার মাধ্যমে আজকের রঙিন ম্যান্ডেলা দেখার সুযোগ হলো। আপনার হাতের কাজের এই দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া।
আমার হাতের কাজের দক্ষতা দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন জেনে বেশ ভালো লাগলো ভাই। ধন্যবাদ এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য।
ভাইয়া সকাল সকাল দারুন একটি ম্যান্ডেলা আর্ট করে ফেললেন। ভালো কাজ করেছেন সকাল সকাল এঁকেছেন তা না হলে হয়তো বন্ধুর ওখান থেকে ফিরে এসে আঁকতে ইচ্ছা করত না ।যাই হোক আপনার রঙিন মেন্ডেলার আর্ট টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটি ধাপ সুন্দর করে দেখিয়েছেন। দেখে ভালো লাগলো ।ধন্যবাদ।
আমার ম্যান্ডেলা আর্ট আপনার ভীষণ ভালো লেগেছে যেন অনেক খুশি হলাম আপু।
আপনি খুব সুন্দর করে জ্যামিতিক পর্যায়ে ম্যান্ডেলার চিত্রাংকন করেছেন বেশ সুন্দর হয়েছে। বিশেষ করে রং করাতে দেখতে বেশ চমৎকার লাগছে। চিত্র অঙ্কন করার প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
ম্যান্ডেলা আর্টে রং করার বিষয়টি নিয়ে আপনার প্রশংসা শুনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।