আমার রুমের জন্য উইন্ডো পর্দা কিনতে যাওয়া
নমস্কার সবাইকে,
তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি। |
---|
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম । আজকের এই ব্লগে তোমাদের সাথে লাইফ স্টাইল রিলেটেড একটি পোস্ট শেয়ার করব। বিগত কিছুদিন ধরে তোমাদের সাথে ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করছিলাম তাই আজ ভাবলাম একটু ভিন্ন ধরনের কিছু শেয়ার করি। আসলে গতকালকে আমি গেছিলাম আমার রুমের জন্য উইন্ডো পর্দা কিনতে । সেই রিলেটেড কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। আসলে জানলাতে পর্দা দিলে রুমের সৌন্দর্য ও প্রাইভেসি কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়, সেই কারণে আমরা সবাই আমাদের ঘরের জানলাতে পর্দা দিয়ে থাকি । আমার রুমের এক সাইডে রয়েছে কাচের জানলা আর সেখানে পর্দা দেওয়া অত্যাবশক। আসলে কাচের জানলায় পর্দা না দিলে সেই রুমে প্রাইভেসিও থাকে না।
আমার রুমে আগে থেকেই পর্দা ছিল তবে সেই পর্দা টা অনেক পুরনো হয়ে গেছিল। তাই কয়েকদিন ধরেই ভাবছিলাম নতুন পর্দা কিনে ঘরে লাগাবো। তবে ভাবছিলাম কিন্তু কবে কিনব, সেই সময়টা পাচ্ছিলাম না। লাস্ট কিছুদিন ধরে অন্যান্য জায়গায় একটু ঘোরাঘুরি বেশি হয়েছে, শপিংমলে একটু কম যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, গতকালকেই চলে গেছিলাম রুমের পর্দা কিনতে আমাদের নিকটবর্তী একটি বড় শপিংমলে। এখানে সবকিছুই পাওয়া যায়। যাই হোক, এখানে গিয়ে অসংখ্য প্রকারের পর্দা আমি দেখতে পেয়েছিলাম। আমার তো প্রথমে চয়েস করতেই অনেকটা সময় লেগেছিল। শপিংমলে যারা স্টাফ ছিল তারা পর্দা টানালে কেমন লাগবে সেইসব আমাকে দেখাচ্ছিল। অনেক দেখার পর তারপর পর্দা গুলো সিলেক্ট করেছি আমি। ওভারঅল পর্দার দাম অনেকটা ছিল কিন্তু অফার থাকার কারণে অনেকটা কম দামেই আমি কিনতে পেরেছিলাম। আমার রুমের দুইপাশের জানলায় পর্দা লাগানো জন্য মোট ছ'টা পর্দা কিনেছি । তবে এক সাইডের জানলায় পর্দা লাগিয়েছি, অন্য সাইটে পর্দা লাগানো হয়নি। আগামীকাল যদিও ওই সাইটের পর্দা গুলোও লাগিয়ে দেবো। যাইহোক, এতোটুকুই ছিল তোমাদের সাথে আজ শেয়ার করার।
◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾
শ্রেণী | লাইফ স্টাইল |
---|---|
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | মধ্যমগ্রাম, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার রুমের জন্য উইন্ডো পর্দা কিনতে যাওয়ার মুহূর্তটা অনেক ভালো লেগেছে পড়ে। অনেক সুন্দর দেখতে পর্দা কিনেছেন আপনি। যেটা লাগানোর পর অনেক সুন্দর লাগছিল দেখতে। এই পর্দা আমার তো অনেক পছন্দ হয়েছে। পর্দা কেনার মুহূর্তটা সুন্দরভাবে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।
আপনার রুমের পর্দা কিনতে গিয়েছিলেন শুনে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর উইন্ডো পদ্মা কিনেছেন আপনি। আর উইন্ডো পর্দা কিনতে যাওয়ার মুহূর্তটা খুব সুন্দর করে সবার মাঝে শেয়ার করলেন। এটা দেখেই তো আমার কাছে খুব ভালো লেগেছে। জানালায় লাগানোর পর দেখতে খুব সুন্দর লাগছে।