ভাইয়া আপনি ঠিকই বলেছেন ৯০ দশকের আমরা যারা ছিলাম যতই দুষ্টামি করি না কেন আদব কায়দা বজায় রেখেই করতাম। তবে এখন সেই আদব কায়দা একেবারেই ভুলে গেছে এখনকার ছেলেমেয়েরা। আপনার মৎস্য শিকারের গল্প শুনে বেশ ভালোই লাগলা। তবে যতই ডাইয়ের কামড় খাই না কেন ডাইয়ের ডিম সংগ্রহ করা ছিল আমার প্রথম কাজ। আর আমাদের অঞ্চলে আমরা লাই পিঁপড়ায় বলি, লাই পিঁপড়ার ডিম ভাঙতে প্রচুর কামড় খেতে হয়। যা অগণিত হাত পাও একেবারে লাল হয়ে যেত। এখনও মাছ ধরা বন্ধ করতে পারি নাই। এই তো গত কয়েকদিন হল বুড়িগঙ্গা নদীতে মাছ ধরেছিল বেশ আনন্দ পেয়েছি, তবে আমিও শেয়ার করব আমার মৎস্য শিকারের অনুভূতি। আপনার মত শিকারের গল্প করে খুবই আনন্দ পেয়েছি আমাদেরকে এত সুন্দর গল্পগুলো উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।