আপনার পুরো গল্পটা পড়লাম, কিন্তু আপনাকে বলার মত বা কোনো পরামর্শ দেওয়ার মতো কোন ভাষা জানা নেই। আমি তবে আপনি টাকাটা না নিয়ে ভালোই করেছে। টাকার চেয়ে আত্মসম্মান বড়, টাকা জীবনে বেঁচে থাকলে অনেক উপার্জন করতে পারেন। আমাদের সাথে আপনার মনের ভাব প্রকাশ করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো ভাই। টাকা আসলেই জীবনে অনেক আসবে যাবে তবে আত্মসম্মান একবার বিসর্জন হয়ে গেলে তা আর ফেরানো সম্ভব না