You are viewing a single comment's thread from:
RE: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৪ || /গ্ৰীষ্মকালীন ফল আম নিয়ে মজার গল্প।
আম চুরি করতে গিয়ে যদি ছাগল চুরির অপবাদ যদি ঘাড়ে পড়তো তখন কি করতেন, হাহাহা। আসলে আপনার আম চুরির গল্পটা বেশ মজার ছিল। এবং সেইসাথে দুটো চুরি একই সাথে একই টাইম হচ্ছে। এমনকি ছাগল চুরির দৃশ্য গুলো দেখে আপনারা কিভাবে জহজম করেছিলেন সেটাই ভাবছি। আর আপনার মামাতো ভাই আপনাদেরকে ভয় দেখানোর বিষয়টা খুব বেশি মজার ছিল। এটা আমাদের জন্য একটা কমন বিষয় ছিল, আগে আগে গিয়ে কাউকে ভয় দেখানো। যাই হোক আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
সেটাই তো,চুরি বিদ্যা, মহা বিদ্যা যদি না পরে ধরা।হা হা ভালো।আমি নিজেও লিখছি আর হাসছি।ধন্যবাদ আপনাকে।