আমি আমার স্বপ্নময় চিঠিখানি লিখেছিলাম প্রিয়তমার কাছে
অন্ধকারাচ্ছন্ন ছিল আবছা আলোয় লিখা সেই চিঠি
খানি
বুঝতে পারেনি আমি আমার লেখা
যদি পাও ভুল, করে তুমি ক্ষমা, ওগো প্রিয়তমা।
দাদা আপনার কবিতাটি ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন যা ভাষায় প্রকাশ করতে পারছি না। সত্যিই অসাধারণ ছিল। আপনি দারুন দারুন কবিতা লিখেন এবং অনেক সুন্দর করে প্রতিটি লাইন মিল রেখে লিখেন। আর সেখানে বাস্তব জীবনের কিছু চিত্র ভেসে উঠে। আপনার এই কবিতা থেকে আমি কয়টা লাইন নিলাম।
রাতচরা গাঙচিলের সুতীক্ষ্ণ ডাক,
মাথার ওপরে আলবাট্রসের পাখা ঝাপটানোর শব্দ,
আর ফসফরাস মাখা সাদা ঢেউয়ের গর্জন ।
মাথার মধ্যে চিন্তার জাল বারে বারে যায় ছিঁড়ে ।
আমাদেরকে এত সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।