RE: এবিবি গ্রাজুয়েশন By rokibulsanto ।। 10% for shy fox
আপনি অনেক সুন্দর করে আপনার অনুভূতি গুলো শেয়ার করেছেন। হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আমাদের ফাউন্ডার আর, এম, ই দাদা এবিবি স্কুলের উদ্যোগ নিয়েছে ভাল ব্লগার গড়ে তোলার জন্য। তবে দুঃখের বিষয় আমরা সেই সময় এই সুযোগটা পাই নাই। আর এখন যারা এই সুযোগটা পাচ্ছে তারা অবহেলা করছে। বিনে পয়সায় কেবা কাউকে কি শিখাতে চায় এ প্রশ্নটা নতুন মেম্বারদের অনেকের মনের মাধ্যমে জাগে না। তবে যাদের শিক্ষার আগ্রহ আছে তারা অবশ্যই আপনার মতই সামনে এগিয়ে যাচ্ছে। আপনি ঠিকই বলেছেন এবিবি স্কুলের লেকচারার, প্রফেসর, এবং সহকারি প্রফেসররা যারা আছে সবাই অক্লান্ত পরিশ্রম করার পরে ক্লাসগুলো করান। তাই আমিও সকলকে অনুরোধ করবো যাতে মন দিয়ে ক্লাস গুলো করেন। এবং একজন ভাল ব্লগার হিসেবে নিজেকে গড়ে তোলেন। আমাদের সাথে আপনার এবিবি স্কুলের অনুভূতিগুলো শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। ভালোবাসা রইলো আপনার প্রতি। ভালো থাকবেন।