RE: আমার কবিতার খাতা থেকে :অন্য রকম ভালোবাসা
ফাগুনের আগুন ঝরাময় ভালোবাসা নিয়ে আমাদেরকে আবারো আগুনঝরা কবিতা উপহার দিয়েছেন। আপনি বরাবরই অসাধারণ কবিতা লিখেন এবং আপনার কবিতাগুলো পড়ে খুবই ভালো লাগে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনার এবারের কবিতাটি ছিল ভিন্ন আকর্ষণ যেখানে জীবনের আত্মত্যাগ দিয়েও ভালোবাসা কে গ্রহণ করেছেন। আপনার কবিতা থেকে কয়টা লাইন পছন্দ করলাম।
অন্যের ঘরে আলো ছড়িয়ে
তুমি সাজিয়ে তোলো উৎসব
আমি এক ঘর অন্ধকার নিয়ে,
হিসেব বাতিল করি যত লাভ লোকসান।
দাদা আপনার কবিতা থেকে একটা জিনিস জানলাম সত্যি ভালোবাসা কোনো লাভ লোকসান হিসাব করা যায় না। তবে সেখানে সেক্রিফাইস এর একটা বিষয় আছে, যেখানে সেক্রিফাইস আছে সেখানে সব কিছুর সমাধান আছে। কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমাদের ভালবাসাকে চিরো অমর করে পেতে গেলে অবশ্যই কিছু না কিছু ত্যাগ করতে হয়। আমাদের সাথে এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।