RE: মনুষ্যত্বহীন মানুষ || 10% Beneficiary To @shy-fox
আপনার জীবন কাহিনী শুনে কি বলবো ভেবে পাচ্ছিনা। আসলে প্রতিটা বাবা মায়ের কাছে তার সন্তান অমূল্য। সন্তান অপরাধ করলে তাকে একটু শাসন করে। কিন্তু আবার তাকে বুকে টেনে নেয়। কিন্তু বাহিরের মানুষগুলো আর তার চিন্তা করবেনা এবং ভাববেও না। তবে আপনার ঢাকায় যাওয়ার চাকরি করা এবং কি খেয়ে না খেয়ে পড়ে থাকা বেতনের প্রহর গোনা বাড়িতে থেকে আপনার মায়ের ফোন আসা বারবার এ বিষয়গুলো খুবই যন্ত্রণাদায়ক যা কাউকে বলা যায়না এবং কি হস্য করা যায় না। অনেক সময় মাঝে মাঝে মনে হত যে গরীব হয়ে জন্ম নেওয়াটাই অপরাধ। কারণ গরিবের কোথাও ভালো মর্যাদা এবং স্থান নেই। প্রতিনিয়ত তাদেরকে শুধু অর্থবিত্ত মানুষের কথা শুনে আসতে হয় তাদের গালিগালাজ কে মেনে নিতে হয় আদরের বুলি হিসেবে। আপনাকে সান্ত্বনা দেওয়ার মত কিছু নেই আমার কাছে তবুও এটুকু বলব যে অক্লান্ত পরিশ্রম করে যান একদিন ইনশাআল্লাহ সফল হবেন। আমাদের সাথে এত সুন্দর একটি আপনার জীবনের বাস্তব গল্প শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
ধন্যবাদ ভাইয়া ।