You are viewing a single comment's thread from:

RE: শিক্ষামূলকঃ পর্ব ৩৩ || ডাউনভোট আদ্যোপান্ত || Downvote in Details [10% for shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভাইয়া গতকালকের বিষয়টার জন্য আসলে খুবই দুঃখ প্রকাশ করছি, যা ভাষায় প্রকাশ করার মতো না। তবে দাদার সাথে এ পর্যন্ত দুই তিনবার অলরেডি হয়ে গেছে তবে এ বিষয়গুলো অপ্রত্যাশিত ছিলো। আর আপনি বরাবরের মতই আপনার শিক্ষামূলক পোস্ট করে থাকেন এবং পোস্টগুলোর মধ্যে অনেক কিছু শিক্ষনীয় থাকে। আপনার টিউটোরিয়াল গুলো অসাধারণ হয়েছে এবং স্টিলের প্লাটফর্মে কাজ করার জন্য অনেক ইজি হয়ে যায়। আপনার টিউটরিয়ালগুলো সত্যিই অসাধারণ যার প্রশংসা না করলেই নয়। আপনি ডাউনভোট সম্পর্কে আজকে যে ব্যাখ্যা দিয়েছে, আশাকরি প্লাটফর্মে যারা কাজ করে বা কাজ করছে বা যারা কাজ করতে আসবে তাদের আর না বোঝার কোন কারণ নেই বলে আমি মনে করি। আপনি ডাউনভোট এবং আপভোট সম্পর্কে বিস্তারিত একবার ক্লিয়ার করে আলোচনা করেছেন যা সত্যিই ভালো লেগেছে। আমাদের সাথে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম।

Sort:  
 3 years ago 

আপনাদের ঘটনার আগেই আমি এ নিয়ে পোস্ট করেছিলাম। কাকতালীয়। আপনি বুঝতে পেরেছেন এটাই বড় কথা।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.24
JST 0.040
BTC 92103.41
ETH 3213.49
USDT 1.00
SBD 8.75