RE: গ্রাম - পর্ব ২,গ্রামের বিভিন্ন মূহুর্ত। ||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য||
কি অপরূপ
রূপমা তোমার
এই না পল্লী জননী।
গ্রামের কথা আর কি বলব আমি যেহেতু গ্রাম বাংলার ছেলে, অজ পাড়াগাঁয়ের গ্রামকে রুপের জননী বলা হয়। গ্রামে সৌন্দর্যের শেষ নেই এবং কি আমাদের আদি গ্রাম থেকে শহর গড়ে উঠেছে। কর্মস্থান গড়ে উঠেছে এগুলো সময়ের সাথে আল্লাহর একটা নেয়ামত বলতে হবে। কারণ আগে তেমন মানুষ ছিল না কর্মস্থলে তেমন একটা ছিল না। এখন মানুষ বাড়ছে কর্মস্থল বাড়ছে সে অনুসারে আমাদের শহরে থাকা। তবে আমাদের সাথে এত সুন্দর করে আপনি আপনার গ্রামের বাড়ির সৌন্দর্য গুলো তুলে ধরা এবং চেয়ারে বসে বসে চুলার সামনে পা দিয়ে আগুন পোহানো এটা গ্রামের পুরনো একটা রীতি তবে সাবধানে থাকবেন যেকোনো সময় আগুন লেগে যেতে পারে। আপনার নানার বাড়ি জমিদার বংশের নাতনি সব মিলিয়ে আপনার সবগুলো বিষয় খুবই আশ্চর্য এবং ভাল লেগেছিল। আমাদের সাথে আপনার গ্রামের সৌন্দর্য এবং তথ্য এবং আপনার আনন্দঘন মুহূর্ত গুলো শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম।
ধন্যবাদ আপনাকে।