You are viewing a single comment's thread from:

RE: মিলন মেলা || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

আপনি যে এলাকায় বড় হয়েছেন, সে এলাকার ক্লাবের সভাপতি ছিলেন এবং একসময় আপনাকে অনেকে অনেক ধরনের কথা বলেছে কটুক্তি করেছে বিধায় আপনি সভাপতিত্বে এ পথ ছেড়ে দিয়ে নিজের কর্ম জীবনে চলে আসেন। আসলে ঠিকই বলেছেন আপনার জীবনটা যেমন মাঝি বিহিন নৌকার মতো এলোমেলো ছিল। এরকম একটা সময় আমিও পার করেছি, মানুষের কথা কি বলব নিজের আপন জনদের কথা কলিজার এপাশ ভেদ করে ওপাশ দিয়ে বেরিয়ে গেছে। মনে পড়লে বড্ড হাসি পায় এই মানুষগুলোই এখন কাছে ডাকে আদর আপ্যায়ন করতে চায়। যাই হোক তবুও সবাই আপনাকে পেয়ে আনন্দ অনুভব করছে। এবং কি আপনাকে আপনার জন্মদিনে অনেক সুন্দর করে উইশ করেছে এবং সেটি খুব ভালো করে উপভোগ করেছেন। এবং আপনারা সময় তো আপনি মানুষ গুলোকে চিনতে পেরেছেন এটাই হচ্ছে প্রতিটা মানুষের সার্থকতা। আমাদের সাথে এত সুন্দর করে আপনার জীবনের কিছু জ্বালাময়ী সময় কথা শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 85199.31
ETH 2196.32
USDT 1.00
SBD 0.68