RE: সবাইকে খুশি করতে যাবেন না [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন, জীবনে চলার পথে আমরা অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। আবার অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি। আর এই ভুল সিদ্ধান্ত ম্যাক্সিমাম ৮৫ শতাংশ লোকই নিয়ে থাকে। আর ১৫% যে লোকগুলা সঠিক সিদ্ধান্ত নেয় তারাই সফলতার পথে এগিয়ে যায় এতে কোন ভুল নেই। আর আপনার প্রতিটি কথাই মূল্যবান তবুও বলবো আপনি ঠিকই বলেছেন, কেউ কখনো কাউকে দিয়ে খাইয়ে-পরিয়ে সন্তুষ্ট করতে পারে না। বিশেষ করে মানুষ জাতিকে। আবার যাদের কেউ অতিরিক্ত ভালোবাসে তারা মুখের উপরে অনেক কিছু বলে এবং অনেক কিছু করে যার প্রতি উত্তর করা সম্ভব হয় না। বাস্তব জীবনে আমি অনেক দেখেছি আপনার কথার বিন্দুমাত্র ভুল নেই। আর বন্ধুত্বের কথা বললেন বন্ধু মধ্যে বিভিন্ন ধরন আছে, কিছু কিছু বন্ধু আছে দুই মুখো সাপের মত, উপরে ভালো আর ভিতরে বিষে ভরা তাই বন্ধু নির্বাচন করাটা খুবই কঠিন কাজ। আমাদের হাজারো বন্ধু আছে তবুও নিজের মনের মতো একজন বন্ধু বেচে নেয়া সবার জন্য জরুরী। যাইহোক ভাইয়া আমি আপনার এত বড় পোস্ট এর বিশ্লেষণ করতে পারব না। তবে আপনি অনেক সুন্দর করে অসাধারণ লিখেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
ধন্যবাদ আপনাকে ভাই।