RE: আমার এই পর্যন্ত করা সকল DIY প্রজেক্ট
দাদা আপনি আপনার প্রতিশ্রুতি অক্ষুণ্ন রেখেছেন। এবং কি আপনি আমাদের মাঝে আপনার হাতে করা প্লেডো, লাজুক খ্যাক, একটি মাছ, হীরামন তোতা, অনেক সুন্দর ছিল। হ্যাঁ দাদা এটা ঠিক কোন কিছু করার জন্য ঠান্ডা মস্তিষ্কের প্রয়োজন হয়। তবুও আপনি যে নিজেকে কন্ট্রোল করে শেষ পর্যন্ত আমাদের জন্য একটা পোস্ট তৈরী করেছে এটা সবার পক্ষে সম্ভব হয় না। আমাদের বেলায় যদি মাথা বিগড়ে যায় কোন কিছু করা না হয় তখন এক দিকে ছুড়ে মেরে ফেলে কোথায় যাই কি করি কোন হদিস থাকে না। দাদা ইজ দ্যা গ্রেট। আপনার পোস্ট গুলো পড়লে মনে হয় যেন দাদার কথা কানে বাযচ্ছে। দাদা এটা কি একজনের প্রতি আরেকজনের গভীর ভালবাসার বহির প্রকাশ। যদি এরকম হয়ে থাকে তাহলে আগের জনমে মনে হয় আপনার সাথে আমার সাক্ষাত ছিল, হাহাহা। দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য ভালো ভালো জিনিস উপহার সরুপ দেবেন এই কামনাই করি, ভালোবাসা অবিরাম দাদা।