RE: ছুটির দিনে মাছ বাজারে || আমার ফটোগ্রাফি
যা বুঝলাম ভাইয়া যতই মাছ বাজারের না যাওয়ার চক্কর দেন না কেন না গিয়ে উপায় নেই। তাহলে ভাবি বাসায় ঢুকতে দেবেনা এটা পরিষ্কার হয়ে গেল। আর আপনি যে ভাবীকে অনেক বেশি ভয় পান তা আজকে নিজের মুখেই স্বীকার করলেন। যাইহোক অনেক কষ্ট করে হলেও বিশ্রী পরিবেশের মধ্যে যেতে অপছন্দ তারপরও যেতে হয়। আপনার পছন্দের সাথে আমার অনেকটাই মিল আছে। আর আপনি ছোট মাছ পছন্দ করেন এবং কি দেশি মাছগুলো সেটা আমারও। বড় মাছ নিয়ে কোন মাথাব্যাথা নাই আমারও। কিন্তু মাছ বাজারে গেলে একটু ভয়ে থাকেন শুধু ভাবি। আর প্রশ্ন করতে বললেন আপনার ছোট চিংড়ি মাছের সাথে একটা মাছ দেখা যাচ্ছে আমি মাছটার নাম জানিনা যদি একটু বলতেন আপনার উপস্থাপনা গুলো খুব সুন্দর করে করেন এমনকি অনেক সাজিয়ে-গুছিয়ে রস-কস মেখে অনেক ভালো ভাবে আমাদেরকে উপহার দেন যাতে আমাদের এমনি হিহিহিহি বেরিয়ে যায়। আমাদের সাথে এত সুন্দর একটা মাছ বাজারের মুহূর্তে কাটানো সময়টা আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ভালোবাসা অবিরাম ভাইয়া।
হা হা হা আপনি ঠিক ধরেছেন ভাই, মাছ না নিয়ে বাড়ীতে ঢোকা যাবে না সহজে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।