You are viewing a single comment's thread from:

RE: ফিরে দেখা : আমার কয়েকটি ডিজিটাল আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আল্লাহ আপনাকে যা দিয়েছে প্রতিটা মানুষকে তাই দিয়েছে। তবে আপনি আপনার মেধা শক্তিকে বিকশিত করেছেন। এবং কি প্রখর করেছেন এবং কি সবার সামনে তুলে ধরেছেন। এবং সেটা আমরা দেখছি আশ্চর্য হচ্ছি এবং কি আমরা আমাদের কেউ ভাবতে শেখাচ্ছে। কি করে সম্ভব, আসলে অসম্ভব বলতে পৃথিবীতে এমন কিছু নেই, মানুষ চাইলে সবকিছু করতে পারে। তবে আমরা সবাই মানুষ, আপনার মত নয়। আমার চোখে আপনি একটু স্পেশাল। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই ভাবনার মধ্যে হারিয়ে গেছে কিছুক্ষণের জন্য। যে আপনার চিন্তাধারা এবং কি আপনার সেই চিন্তা অনুযায়ী ছবিগুলো আঁকা সত্যি অসাধারণ। আমি আমার বাংলা ব্লগে আসার আগে আমাদের চারপাশে যা কিছু আছে এবং কি ক্ষুদ্র থেকে বড় ধরনের যত কিছুই আছে আমি কখনো কোন জিনিস নিয়ে অ্যাতো বিচার-বিশ্লেষণ করিনি এমনকি এত গুরুত্ব দেইনি। কিন্তু আমার বাংলা ব্লগে এসে আমি এখন বুঝতে পারছি আসলে আট দশজনের তুলনায় আমি কিছুই জানিনা। আমার নিজের মাঝে কিছুই নেই, আমি অতি নগন্য মানুষ মাত্র। আমার বাংলা ব্লগ এসে আমি দুনিয়ার সম্পর্কে মনে হয় যেন নতুন করে শিখেছি। এবং কি নতুন করে দেখছি। সত্যি দাদা আপনি আমাদের জন্য যা কিছু করছেন বা করে যাচ্ছেন এটা আমাদের জন্য গড গিফটেড আমি মনে করি। এবং আমাদেরকে এত সুন্দর একটা পোস্ট উপহার দেওয়ার জন্য ভালোবাসা অবিরাম দাদা।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 104379.88
ETH 3348.93
SBD 5.61