RE: শহরের প্রত্যাবর্তন // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
ঠিকই বলেছেন দাদা মানুষ এখন আর আগের মতো প্রাণচঞ্চল নেই। শহরের অদূরেই খেলাধুলা, হইহুল্লোড়, হাসি তামাশা, দীর্ঘ সময় বাইরে ঘুরে ঘুরে আড্ডা দেওয়া।
এগুলো থেকে অনেকটা দূরে সরে গেছে এই করুনার কারণে। মানুষ এখন মানুষকে হিসেবে গণ্য করে না। কে আপন কে পর বোঝা বড় মুশকিল এ করুনা মানুষকে অনেক কিছু শিখিয়েছে। আপনার দীর্ঘ দিন ট্রেন বন্ধ থাকায় যাতায়াত করতে পারেননি দীর্ঘশ্বাস ছাড়ছেন। পরিস্থিতি যাতে আগের মত স্বাভাবিক হয়। কিন্তু আমার কথা হচ্ছে এমনও তো দেখেছি পিতা মারা গেছে সন্তানরা কাছে যায়নি একবার দেখার পর্যন্ত প্রয়োজন মনে করেনি। তাহলে আমরা কি সে মানুষ, আপনি তো অনেক কিছু লিখেছেন আমি যে কিছু লিখব ওই সম্পর্কে আমার সে ভাষা হারিয়ে ফেলেছি। কারণ আমি বাস্তবে দেখেছি সম্পর্ক কাকে বলে, ভালোবাসা কাকে বলে, আপন পর কাকে বলে। মিডিয়া এমন একটা জাত অর্থের কাছে চাপা পড়ে যায় অনেক কিছু আবার গরিবের জন্য মিডিয়া একটা পাস। যাই হোক আমাদের সাথে অনেক সুন্দর করে গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল দাদা।
করোনা মানুষের মধ্যে নোংরামিটা আরো বেশি করে ফুটিয়ে তুলেছে। অসুস্থ বাবা মায়ের সাথে বাজে আচরণ করেছে, সত্যিই দুর্ভাগ্যজনক। আমাদের সমাজের অধঃপতন!
মানুষ যা খায় মিডিয়া তাই দেখায়, এক্ষেত্রে আমি মিডিয়াকে দোষ দিইনা।