দুঃখজনক হলেও আবার অনেক আনন্দের এই বিদায় অনুষ্ঠান। হাই স্কুলের বিদায় অনুষ্ঠান টা সবারই স্মরনীয় হয়ে থাকে। যাদের সাথে হাসি ঠাট্টা মশকারি খুনসুটি মারামারি ধরাধরি করে ১০টি বছর কেটে গিয়েছে। হয়তো আজকের পর থেকে আর কারো সাথে তেমন একটা দেখা হবে না কথা হবে না হুট হাট করে মাঝের মধ্যে দুএকজন বন্ধুর সাথে দেখা হবে। তবে এই স্কুল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সারা জীবন মনে থাকে এই স্কুল স্কুলের সাথে জড়িয়ে থাকা স্মৃতি এবং বন্ধুবান্ধব। আপনি আসলে সৌভাগ্যবান যে 400 মানুষের মধ্যে আপনি একজন বক্তৃতা দিয়েছেন। এবং কি এটি খুবই আনন্দের বিষয় যদিও আপনি একটু ভয় পেয়েছেন কিন্তু এই ভয়টাই আপনাকে একদিন জয় করতে শেখাবে। আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
একদম ঠিক বলেছেন ভাইয়া,,১০ বছরের এই নিয়মিত যোগাযোগের অবসান ঘটিয়ে কে কোথায় যাবো না যাবো ঠিক নেই।আর হ্যাঁ,বক্তব্য দেয়াটা আমার জন্য আসলেই ভাগ্যের ছিল।🥰