কোরিয়ান এক্সচেঞ্জ বাইনান্সের অন্ধকার দিক
image source : cionews
গতকাল সন্ধ্যায় বেশ বড় একটা ভুল করেছিলাম । আমার Binance একাউন্টে steem পাঠাতে গিয়ে ভুলে SBD পাঠিয়েছিলাম । একটা কারণে মন বিক্ষিপ্ত থাকার কারণে এই ভুলটা করে ফেলেছিলাম । তবে বাইনান্সে আমার সঠিক স্টিম ডিপোজিট এড্ড্রেসে SBD পাঠিয়েছিলাম সঠিক মেমো ইউজ করে । এরপরে যখন ভুলটা ধরতে সক্ষম হই তখন আর করার কিছুই ছিল না আক্ষরিক অর্থে ।
তবে, যেহেতু অতীতে Bittrex, Poloniex এবং Huobi তে এই ধরণের ভুল করে আমার SBD রিফান্ড পেয়েছিলাম তাই এবারো আশা ছিল যে Binance এর সাপোর্ট সেন্টারে কন্ট্যাক্ট করে SBD রিফান্ড পাবো । তবে, আমার সেই আশায় জল ঢাললো Binance ।
এই দেখুন আমার SBD ট্রন্সফার হয়েছে Binance এর hot ওয়ালেট এ -
এমাউন্ট ছিল বেশ বড় । ১৪৬৯ SBD । তার মানে প্রায় $৭,৬০০ ডলার । ট্রান্সাকশন আইডি : fa330a74d56cdd6a094f649a3341ae2f033d2626
এরপরে binance এর সাপোর্ট সেন্টারে যোগাযোগ করে একটা এপ্লিকেশন দিলাম unlisted coin deposit রিকভারির জন্য । বাইনান্স ঠিকই ফান্ডটা লোকেট করতে পারলো , বাট, তারা জানালো যে তাঁদের binance এর ওয়ালেটে SBD এক্সেস করতে পারবে না । কথাটি আসলে একদম ডাহা মিথ্যে কথা । স্টিমিট ওয়ালেট STEEM এবং SBD দুটো টোকেনই একই সাথে accessible । একটা টোকেন এক্সেস করতে পারলে অন্যটা না পারার কথা নয়। দুটো টোকেনরই ওয়ালেট একই এবং ওয়ালেটের প্রাইভেট কী-ও একই ।
তাই, Binance টিমের পক্ষ থেকে এই ভাষণ মিথ্যা ভাষণেরই সামিল । তাদের হট ওয়ালেটে আমার SBD এখনো বিদ্যমান ।
Binance থেকে তাই সাবধান । আপনি অন্য কোনো এক্সচেঞ্জে এমন ঘটনা ঘটলে আপনার ফান্ড ঠিকই ফেরত পেতেন । কিন্তু, বাইনান্স থেকে পাওয়ার কোনো আশাই নেই । তারা সিম্পলি illegally আপনার টাকা মেরে দেবে ।
তাই, আবারো বলছি Binance থেকে সাবধান ।
Binance এর স্ক্যাম এর কারণে আমার প্রায় ১৪৭০ SBD লস হয়েছে । এটা আর রিকোভার করার আশা নেই । তাই অন্যভাবে এটা রিকভার করতে চাচ্ছি । আর এই জন্য @sbd-recovery নামে অন্য একটা স্টিমিট আইডি খুলেছি । এই আইডি থেকে ডেইলি একটা করে শর্ট পোস্ট করে যাবো টানা ১০০ দিন । আশা করছি, তাহলেই আমার ১৪৭০ SBD রিকভার হয়ে যাবে । ভবিষ্যতে, "আমার বাংলা ব্লগ" এর অ্যাডমিন/মডারেটর বা কোনো ভেরিফাইড ব্লগারের আমার মতো যদি কখনো সেইম কারণে SBD লস্ট হয়ে থাকে তবে এই স্টিমিট এর এই আইডিতে পোস্ট করার মাধ্যমে সেটি পুনরুদ্ধার করতে সক্ষম হতে পারবেন । তবে, কিছু নিয়ম কানুন মেনে চলার সাপেক্ষে এটা পারবেন -
০১. এই আইডিতে পোস্ট করার মাধ্যমে একদিনে সর্বোচ্চ দু'টি পোস্ট এবং সর্বোচ্চ ২০ SBD আর্ন করা সম্ভবপর ।
০২. এবং একটানা একজন ব্যক্তি সর্বোচ্চ ১০০ দিন পোস্ট করতে পারবেন । এর বেশি কখনো নয় ।
০৩. একজন ব্যক্তির রিকোভারি চলাকালীন অন্যজন ব্যক্তি কখনোই পোস্ট করতে পারবেন না । তাঁকে চলমান রিকোভারি প্রসেস শেষ না হওয়া অব্দি wait করতে হবে ।
০৪. একজন ব্যক্তির SBD রিকভারির উর্ধসীমা : ২,০০০ SBD ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ০৯ মার্চ ২০২৪
টাস্ক ৫২২ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 65169049b88604da330b528f5590990a219c3122c75c0e73e0d0add4793e989a
টাস্ক ৫২২ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
দাদা আপনার পোষ্টটি পড়ে খুবই খারাপ লাগলো। Binance ইচ্ছে করলে SBD ফেরত দিতে পারতো কিন্তু সততা ও নৈতিকতার অভাবে তা ফেরত দেয়নি। বিষয়টি অনেক দুঃখজনক। শতভাগ প্রত্যাশা রইল @sbd-recovery এর মধ্য দিয়ে ১০০ দিনের মধ্যে যেন আপনার টার্গেট পরিপূর্ণ হয়। দোয়া ও ভালোবাসা রইলো অবিরাম দাদা💗
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Congratulations, your post has been upvoted by @upex with a 42.48% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex
দাদা আপনার পোস্ট পড়ে সত্যি অনেক খারাপ লাগলো। আসলে Binance পারবে না এটা সত্যি মিথ্যা কথা। যেহেতু লস হয়ে গেছে তাই আর কিছু করার। তবে @sbd-recovery নামের আইডিটি খুলে অনেক ভালো করেছেন। দোয়াকরি @sbd-recovery তে যেন সফলতা আসে। ধন্যবাদ দাদা।
আসলে দাদা আপনার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি পড়ে বেশ খারাপ লাগছে। বাইনান্স ইচ্ছা করলেই আপনার পুরো এসবিডি ফেরত দিতে পারতো। দাদা বাইনান্সে যেহেতু এসবিডি লিস্টে নেই কিন্তু তারা এসবিডি কিভাবে একসেপ্ট করল! অনেকগুলো এসবিডি লস হয়েছে তাই নতুন একটি এসবিডি রিকভারি একাউন্ট খুলেছেন এটা বেশ ভালো করেছেন আশা করি এই একাউন্ট থেকে আপনার পুরো এসবিডি রিকভারি সম্ভব হবে।
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
দাদা খুব খারাপ লাগলো সম্পুর্ন পোস্টটি পড়ে।বাইনান্সের সাথে ঘটে যাওয়া ঘটনাটি কখনও কাম্য নয় কারোই।ইচ্ছে করলে তারা পারতো এর সমাধান করতে।কিন্তু করলো না।যাই হোক আশাকরি আপনার নতুন প্রচেষ্টায় আপনি আপনার হারানো এসবিডি ফেরত পাবেন।দোয়া রইলো আপনার জন্য।
হিউজ একটা এমাউন্ট বলা যায়। বাইন্যান্স এতো বড় একটা ফান্ড রিকভার করলো না দাদা, ব্যাপারটা হতাশাজনক। আমরা সেই বাইন্যান্স এর উপর ডিপেন্ড করে ক্রিপ্টো এক্সচেঞ্জ করি। আর সেই বাইন্যান্সে এমন ঘটনা ঘটলো, ফান্ড গেলে রিকভার করে দিল না! অনেকটা আস্থা হারালাম বাইন্যান্স থেকে। তবে লসের কথা বিবেচনা করে কিন্তু আপনি ভালো একটা উদ্যোগ নিয়েছেন। ১০০ দিনের মধ্যে আশা করি আপনার ফান্ড উঠে যাবে।
আসলেই দাদা, বিষয়টি সত্যি অনাকাংখিত। ভুল হতেই পারে এবং তার জন্য অবশ্যই সমাধান থাকা উচিত। অন্যায্য কিছু কখনোই গ্রহণযোগ্য নয়। তবে আপনার এই উদ্যোগকে স্বাগতম জানাই। এর আগে আমিও এই রকম অপ্রত্যাশিত ঘটনার স্বীকার হয়েছিলাম। অনেক ধন্যবাদ
১৪৬৯ SBD লস হয়েছে জেনে সত্যিই অনেক খারাপ লাগলো দাদা। একটু ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেল। @sbd-recovery খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আশা করছি এর মাধ্যমে সবাই নিজেদের ক্ষতি রিকভার করতে পারবে। আর অনেক বড় ক্ষতির সম্মুখীন হওয়া থেকে নিজেকে রিকভার করতে পারবে।