"আমার বাংলা ব্লগ" এর বর্তমান অ্যাডমিন এবং মডারেটেডের পদ ও দায়িত্ব সম্পর্কে সংক্ষিপ্ত রেখাপাত

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

logo.png


দেখতে দেখতে আমাদের সবার প্রিয় "আমার বাংলা ব্লগ" ন'মাস অতিক্রম করে ফেললো । এই নয় মাসে আমাদের কমিউনিটি যথেষ্ঠ বড় হয়েছে । প্রচুর নতুন ব্লগার আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এখনো প্রতিদিন নতুন নতুন ব্লগার যুক্ত হচ্ছেন ।অলটাইম ২০০+ একটিভ অথরস এবং ২৫০০+ subscribers রয়েছেন আমাদের কমিউনিটিতে । এছাড়াও, স্টিমিট কমিউনিটি'র পাশাপাশি রয়েছে আমাদের ডিস্কর্ড কমিউনিটি । সেখানেও প্রচুর একটিভ ইউজার রয়েছেন । এই মুহূর্তে ডিসকোর্ডে আমাদের ৭০০+ ইউজার রয়েছেন ।

কমিউনিটির এই উত্তরোত্তর বৃদ্ধিতে আমাদের কমিউনিটির পরিচালনা পর্ষদের উপর যথেষ্ঠ প্রেশার পড়ছে । সাথে আছে আবার discord চ্যানেল পরিচালনা। সেখানেও প্রচুর কাজ , কারণ ওখানেও দিন দিন পপুলারিটি বাড়ছে ।

আমাদের কমিউনিটি'র সকল সদস্যদের জ্ঞাতার্থে কমিউনিটি'র পরিচালনা পর্ষদ ও কমিউনিটিতে তাঁদের ভূমিকার উপরে একটি সংক্ষিপ্ত আলোকপাত করতে যাচ্ছি ।


আমাদের অ্যাডমিন প্যানেল


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksExecutive AdminAll administrative works
@rex-sumonAdmin Quality ControllerControl the quality of entire community
@hafizullahAdmin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@moh.arifAdmin Bangladesh RegionAll administrative works in "rewards section" in Bangladesh region
@shuvo35Admin Bangladesh RegionAll administrative works in Social Networking
@winklesAdmin India RegionAll administrative works in India region
@rupokCommunity ModeratorAll moderation works within community & discord, Abb-school-LVL 1
@alsarzilsiamCommunity ModeratorAll moderation works within community & discord, Abb-school-LVL 3
@kingporosCommunity ModeratorAll moderation works within community & discord, Abb-school-LVL 2
@amarbanglablogMain CuratorCuration of all posts in the community
@curatorsSecondary CuratorExternal curator of the community
@royalmacroSecondary CuratorExternal curator of the community
@photomanSecondary CuratorExternal curator of the community
@shy-foxExtreme CuratorExternal curator of the community
@endplagiarism04Steemit WatcherAbuse Checker of the Community
@abb-schoolSteemit SchoolLearning Point of Steemit
@nusuranurCommunity ModeratorAll moderation works within community & discord, Abb-school-LVL 4
@brishtiCommunity ModeratorAll moderation works within community & discord, Newbie Guide
@tangeraCommunity ModeratorAll moderation works within community & discord, Supervision of "Support deprived users"
@ayrinbdCommunity ModeratorAll moderation works within community & discord, Newbie Guide

@rme : স্টিমিট কমিউনিটি এবং ডিস্কর্ড কমিউনিটি'র সকল প্রকারের অবকাঠামোগত উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন ।

@blacks : স্টিমিট ও ডিস্কর্ড কমিউনিটি'র সকল প্রকারের এডমিন্সট্রেশন ওয়ার্কস এর দায়িত্বে আছেন ।

@rex-sumon : স্টিমিট কমিউনিটি'র কোয়ালিটি কন্ট্রোলারের দায়িত্বে রয়েছেন তিনি । abuse চেক করা থেকে যে কোনো ধরণের লো কোয়ালিটি ও কপিরাইট প্রোটেক্টেড ইস্যু'র পর্যবেক্ষণ ও সমাধানের লক্ষ্যে নিয়োজিত আছেন বর্তমানে ।

@hafizullah : @blacks এর আন্ডারে বাংলাদেশ রিজিয়নের সর্বেসর্বা তিনিই । বাংলাদেশ রিজিয়নে সকল প্রকারের এডমিন্সট্রেটিভ কাজের দায়িত্বে রয়েছেন তিনি ।

@moh.arif : স্টিমিট কমিউনিটি'র যাবতীয় রিপোর্ট তৈরী ও প্রকাশের দায়িত্বের রয়েছেন । এরই সাথে কমিউনিটি'র রিয়ার্ডস উইথড্রয়াল এর প্রশিক্ষক ও পর্যবেক্ষককের দায়িত্বে নিয়োজিত আছেন ।

@shuvo35 : স্টিমিট ও ডিসকোর্ড এর যাবতীয় সোশ্যাল নেটওয়ার্কিং এবং অনলাইন মিটিং, হ্যাংআউট, ডিসকাশন এ গুলো সুষ্ঠুভাবে পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং ডেভেলপমেন্ট এর দায়িত্বে নিয়োজিত রয়েছেন ।

@winkles : @blacks এর আন্ডারে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ইন্দোনেশিয়া এবং ভেনিজুয়েলা রিজিয়নের সর্বেসর্বা তিনিই । ভারত সহ উক্ত রিজিয়নে সকল প্রকারের এডমিন্সট্রেটিভ কাজের দায়িত্বে রয়েছেন তিনি ।

@rupok : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি এবিবি স্কুলের লেভেল ১ এ ক্লাস নেওয়ার দায়িত্বে নিয়োজিত আছেন । তাঁর ভাষ্য - "আমি লেভেল ওয়ানের' দায়িত্বে আছি। নিউ মেম্বারদের লেভেল ওয়ানের' ক্লাসে আসার পর থেকে লেভেল 2 তে যাওয়ার আগ পর্যন্ত যাবতীয় কিছু আমি দেখি। লেভেল 1 পাস করলে তাদের একটা লিস্ট আমি নির্মলদা কে পাঠিয়ে দিই।"

@alsarzilsiam : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি এবিবি স্কুলের লেভেল ৩ এ ক্লাস নেওয়ার দায়িত্বে নিয়োজিত আছেন । তাঁর ভাষ্য - "আমি Level 3 এর স্টুডেন্টদের দায়িত্বে আছি। Class এ সব attendee দের হিসেব রেখে পরে Viva তে ডাকা। তারপর Viva পাস করলে ওনাদের লিখিত পরীক্ষা গুলো চেক করে নতুন লেবেল দেয়া সাথে ডিসকর্ড সার্ভার Role গুলো Update করা। তাদের পোস্টে কেন সমস্যা থাকলে সমাধান করা। ফেসবুকের সমস্ত কিছু দেখাশুনা করা।
নতুন পাস করা স্টুডেন্ট দের Updated list নওরিন আপুকে Handover করা। আর শেষে Level 3 এ থাকা সমস্ত সদস্যদের পোস্ট নমিনেশন করা।মেইন লিস্টে লেভেল ৩ এর সব কিছু আপডেট করা।"

@kingporos : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি এবিবি স্কুলের লেভেল ২ এ ক্লাস নেওয়ার দায়িত্বে নিয়োজিত আছেন । তাঁর ভাষ্য -"আমি Level 2 এর স্টুডেন্টদের দায়িত্বে আছি। Level 2 Class এর সব attendee দের হিসেব রেখে পরের দিন Viva তে ডাকা। তারপর তাঁরা Viva পাস করলে ওনাদের লিখিত পরীক্ষা গুলো চেক করে নতুন লেবেল দেয়া সাথে ডিসকর্ড সার্ভার Role গুলো Update করা।
নতুন পাস করা স্টুডেন্ট দের Updated list সিয়াম ভাইকে Handover করা। আর শেষে Level 2 এ থাকা সমস্ত সদস্যদের পোস্ট নমিনেশন করা। Main list updated রাখা।"

@amarbanglablog : মেইন কিউরেটর একাউন্ট "আমার বাংলা ব্লগ" এর ।

@curators : সেকেন্ডারি কিউরেটর একাউন্ট "আমার বাংলা ব্লগ" এর ।

@royalmacro : সেকেন্ডারি কিউরেটর একাউন্ট "আমার বাংলা ব্লগ" এর ।

@photoman : সেকেন্ডারি কিউরেটর একাউন্ট "আমার বাংলা ব্লগ" এর ।

@shy-fox : এক্সট্রিম কিউরেটর আমার বাংলা ব্লগের ।

@endplagiarism04 : স্টিমিট কমিউনিটি'র ভলান্টারী abuse checker ।

@abb-school : স্টিমিট সম্পর্কে খুঁটিনাটি সব শিক্ষা প্রদানের লক্ষ্যে এই একাউন্টটি । লেকচার শিট প্রকাশ করা থেকে শুরু করে এবিবি স্কুলের সকল শিক্ষার্থীদের পোস্ট কিউরেশন করা হয় এই একাউন্ট থেকে ।

@nusuranur : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি এবিবি স্কুলের লেভেল ৪ ক্লাস নেওয়ার দায়িত্বে নিয়োজিত আছেন । তাঁর ভাষ্য - "আমি লেভেল - ৪ এর দায়িত্বে আছি।সিয়াম ভাই থেকে ৩ পাশের সকল লিস্ট নেওয়া,ক্লাসের উপস্থিতি,এক্সাম নেওয়া,এক্সাম পেপার দেখা,লেভেল আপডেট,মেইন লিস্ট আপডেট,নমিনেশন দেওয়া,ডিস্কোর্ড এ রোল আপডেট এসব দেখি,পোস্ট কোয়ালিটি,এংগেজমেন্ট চেক করি।
লেভেল - ৫ এর মেম্বারদের ভাইভার লিস্ট,প্রেজেন্ট+সবটা দেখি,ভেরিফাইড না হওয়া অবদি পোস্ট কোয়ালিটি,এংগেজমেন্ট চেক করি।
ইনএকটিভ লিস্টের মেম্বারদের সমস্যা,লিস্ট হেন্ডেল,নমিনেশন,পোস্টের কোয়ালিটি চেক করি।
আপুদের সমস্যা গুলো সলভ করি।"

@brishti : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি নতুন সদস্যদের গাইডলাইন্স প্রদান ও সহায়তার দায়িত্বে নিয়োজিত আছেন । তাঁর ভাষ্য - "বর্তমানে আমি ’নিউ মেম্বার’ এর দায়িত্বে রয়েছি। সকল নিউ মেম্বারদের পরিচিতিমুলক পোস্ট জাস্টিফাই এবং গাইড করি। তাদেরকে ডিস্কোর্ড এ লিংক-আপ করে 'ডিস্কোর্ড রোল' এবং 'নিউ মেম্বার ট্যাগ' দেই। সকল নিউ মেম্বার ট্যাগ প্রাপ্ত ইউজারদের একটি লিস্ট তৈরি করে রুপক ভাইকে পাঠিয়ে দেই 'লেভেল ১' ক্লাসের জন্য। 'নিউ মেম্বার ট্যাগ' থাকা পর্যন্ত তাদেরকে গাইড করে থাকি এবং তাদের পোস্ট গুলো নিখুঁত ভাবে যাচাই করে নমিনেশন এর জন্য সাবমিট করে থাকি। পাশাপাশি আমি লেভেল ৩ এর ক্লাসে থাকছি এবং এসিস্ট করছি।
কমিউনিটিতে পরিচয়মূলক পোস্ট ছাড়াই যারা পোস্ট করে থাকে, তাদের গাইডলাইন দিচ্ছি। সেই গাইডলাইন লিস্ট এক মাস পর সুমন ভাইয়াকে দেয়ার জন্য লিস্ট করছি।"

@tangera : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি "সাপোর্ট বঞ্চিত সদস্যদের সাপোর্ট নিশ্চিত করা"-র সুপারভিশনের দায়িত্বে নিয়োজিত আছেন । যে সকল ইউজার নিয়মিত কোয়ালিটি পোস্ট করেও সপ্তাহে মাত্র ১ টি বা শূন্য সাপোর্ট পাচ্ছেন তাঁদেরকে ফাইন্ড আউট করা ও সপ্তাহন্তে রিপোর্ট পাবলিশ করার দায়িত্ব পালন করছেন বর্তমানে ।

@ayrinbd : স্টিমিট ও ডিসকোর্ড সার্ভারের সকল প্রকারের মডারেশন এর দায়িত্বে আছেন তিনি । এছাড়াও তিনি নতুন সদস্যদের গাইডলাইন্স প্রদান ও সহায়তার দায়িত্বে নিয়োজিত আছেন । তাঁর ভাষ্য - "আমি নিউ মেম্বার এর দায়িত্বে আছি। শুরুতেই তাদের পরিচিতিমুলক পোস্ট গ্রহন করি। তাদের discord roll। দেই। পরে তাদের একটি লিস্ট তৈরি করে রুপক ভাইকে পাঠিয়ে দেয়। এবং যতো দিন না তারা লেভেল১ পাচ্ছে তার আগ মুহুর্তে গাইড করতে থাকি। লেভেল ১ ক্লাসে থাকি।
এবং কমিউনিটির নিউ মেম্বারদের গাইডলাইন দেই। সেই গাইডলাইন লিস্ট এক মাস পর সুমন ভাই কে আপ দেই।"


সবাইকে আন্তরিকভাবে আবারো ধন্যবাদ জানাই :)


Sort:  
 3 years ago 

সত্যি বলতে দাদা এই উদ্যোগটি চমৎকার ছিল। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের জানা উচিত এডমিন ও মডারেটরা কি দায়িত্ব পালন করে এবং তাদের কোনো সমস্যা হলে তারা কার কাছে সেই সমস্যা সমাধানের জন্য যেতে পারে।

 3 years ago 

খুবই সুন্দর ভাবে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। ইউজারদের কাছে বিষয়গুলো খুবই স্পষ্ট হয়ে যাবে এরপর থেকে। ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

এমন একটি আপডেট পোস্ট আমাদের সকলের জন্য অনেক প্রয়োজন ছিল। আপনাকে অনেক ধন্যবাদ দাদা..

 3 years ago 

বাহ! নিংসন্দেহে ভালো উদ্যোগ ছিল। আমার বাংলা ব্লগের এডমিন ও মডারেটরবৃ্ন্দদের কার কি দায়িত্ব সেটা সম্পর্কে অবগত হতে পারলাম। সদস্যদের কোনো সমস্যা হলে তারা সহজেই এডমিন বা মডারেটরের সাথে যোগাযোগ করতে পারবে।

 3 years ago 

সকল এডমিন ও মডারেটর বৃন্দুদের যেসকল দায়িত্বে অটল রয়েছেন সেই বিষয়ে জানতে পেরে খুবই খুশি হলাম। এই পোষ্টের মাধ্যমে আমাদের অনেক কিছু শেখার ও জানার ছিল যেটা জানতে পেরেছি। অনেক ভালো লাগলো।

 3 years ago 

জানা অজানা মজার কিছু তথ্য জানতে পারলাম। এই কমিউনিটিতে কে কি কাজ করে সে সম্পর্কেও একটা ধারণা হলো। সততার সাথে কাজ করে চলুক এই কামনাই রইল।

 3 years ago 

আমি শ্রদ্ধেয় দাদা, এডমিন মডারেটর সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা যেভাবে নিরলস ভাবে কমিউনিটির মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এবং সাধারন ইউজারের যেকোনো সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। এটা সত্যি বিস্ময়কর। সামনের দিনগুলোতে তাদের কাজ আরো প্রাণবন্ত হবে। তাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। তাদের পরিবারের সবাই যেন ভালো থাকে এই আশাবাদ ব্যক্ত করছি। তাদের প্রত্যেকটা দিন যেন সুন্দর সাফল্যমন্ডিত হয় তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন সকলে।

Поддержите пожалуйста 🙏🇺🇦

 3 years ago 

কমিউনিটিতে বর্তমান অ্যাডমিন এবং মডারেটেডের পদ ও দায়িত্ব জানতে পেরে অনেক ভালো লাগলো। সবাইকে শুভকামনা জানাই আগামী দিনের জন্য ।

 3 years ago 

সবাই সবার দায়িত্ব গুলো খুব সুন্দর করে পালন করছে।সাথে আমাদের যে কোন সম্যাসাগুলো খুব সহজেই সমাধান করে দিচ্ছে। ধন্যবাদ সবাইকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96907.08
ETH 3380.66
USDT 1.00
SBD 3.23