"আমার বাংলা ব্লগের" দুই ব্লগারের শুভ বিবাহ - সকল স্টিমিয়ান আমন্ত্রিত (wedding reception invitation)steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year (edited)


"আমার বাংলা ব্লগের" কো-ফাউন্ডার @blacks এবং অ্যাডমিন @swagata21-র মধ্যে শুভ পরিণয় অনুষ্ঠিত হবে আগামী ১৮ই নভেম্বর, বাংলা ১ লা অগ্রহায়ণ, শনিবার । বিবাহের স্থান "ইস্টার্ন ব্যাংকোয়েট", লেকটাউন, কলকাতা । এই শুভ পরিণয় উপলক্ষে আগামী ২০শে নভেম্বর, বাংলা ৩ রা অগ্রহায়ণ, সোমবার এক প্রীতিভোজের আয়োজন করা হয়েছে । রিসেপশনের ভেন্যু "শিবালয় গার্ডেন", মধ্যমগ্রাম, কোলকাতা ।

আমি @blacks এর বড় ভাই হিসেবে "আমার বাংলা ব্লগ" এবং স্টিমিট প্ল্যাটফর্মের সকল কমিউনিটির সম্মানিত অ্যাডমিন, মডারেটর এবং ব্লগারদের নিমন্ত্রণ করছি @blacks এবং @swagata21-র বিবাহ পরবর্তী ওয়েডিং রিসেপশনে যোগদানের জন্য ।

আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত ।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ০৩ নভেম্বর ২০২৩

টাস্ক ৪০৪ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 9dc4957f82951cdbbe25095506f2e0e508bf13dc34d479a7d1a93407ca44c1d6

টাস্ক ৪০৪ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  
 last year 

অবশেষে আমাদের প্রিয় দুইজন শ্রদ্ধাভাজনের শুভ-বিবাহের দিন তারিখ ঠিক হয়েছে। আমরা সবাই দাওয়াত পেয়ে অনেক খুশি হয়েছি। দাদা আমরা সবাই হাজির হয়ে যাবো। দুই জনের জন্য শুভ-কামনা রইল। ধন্যবাদ।

 last year 

আমার প্রিয় ব্ল্যাক দাদা ও স্বাগতা দিদির জন্য অনেক অনেক শুভকামনা। দোয়া করি দাদা ও দিদির জীবন যেন সুখের হয়। দাওয়াত পেয়ে অনেক ভালো লাগলো কিন্তু মন মানছে না খুব যেতে ইচ্ছে করছে। কার্ডটি অনেক অনেক সুন্দর হয়েছে। কার্ডের কালার কম্বিনেশন টাও এক কথায় অসাধারণ। অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য।

 last year 

ইস দাদা পাসপোর্ট থাকলে অবশ্যই চলে যেতাম কলকাতায় ছোট দাদার বিয়ে খেতে। খুব ইচ্ছা করে ইন্ডিয়া ঘুরতে।যদি কখনো সম্ভব হয় অবশ্যই দাদা যাব এবং অনেক ইচ্ছা জীবনের একটা স্বপ্ন আপনাদের সাথে দেখা করা।সবাই আমার বাংলা ব্লগের পরিবার নিয়ে যদি আমরা উপস্থিত হই তাহলে কতটা মনোমুগ্ধকর একটা পরিস্থিতি তৈরি হবে ভাবা যায় 🥹🥹।অনেক অনেক অভিনন্দন রইল ছোট দাদার প্রতি।তাদের জন্য আশীর্বাদ রইল। তাদের যেন দাম্পত্য জীবন অনেক সুখের হয়। ইস বাংলাদেশের ভিতরে যদি আয়োজনটা হতো তাহলে যত কাজই থাকুক না কেন🥹 চলে যেতাম দাদা

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

"আমার বাংলা ব্লগ" কমিউনিটির সম্মানিত কো-ফাউন্ডার @blacks দাদা এবং সম্মানিত অ্যাডমিন @swagata21 দিদির জন্য অনেক অনেক শুভকামনা রইল। তাদের দুজনের দাম্পত্য জীবন অনেক সুখের হোক এই প্রত্যাশাই করি। অনেক অনেক ভালো লাগলো আমন্ত্রণ পেয়ে। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

দাদা, কিভাবে বুঝাই এত খুশি লাগছে নিউজটা শুনে। আশীর্বাদ সম্পন্ন হওয়ার পর থেকে ভাবছিলাম কবে যে এই শুভ পরিণয়ের নিউজ টা পাব।

@blacks ভাই আর @swagata21 দিদির জন্য প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা রইল। দুজনের এই পবিত্র বন্ধনের জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটি চির স্মরণীয় হয়ে থাকবে। সেই দুই বছর আগে থেকে ব্লাক্স ভাইয়ের সাথে মজা করতাম আর বলতাম আপনার বিয়ের দাওয়াত খাব কব্জি ডুবিয়ে। শেষমেষ নিমন্ত্রণ পেয়েই গেলাম। 🤤

happy-wedding (1).gif

 last year 

দাদাও দিদির জন্য শুভ কামনা রইল।খুব সুন্দর হয়েছে বিয়ের কার্ড।খুব সুন্দর ভাবে আপনি বিয়ের সব দায়িত্ব যত্ন সহকারে গুছিয়ে পালন করছেন এতো ব্যাস্ততার মাঝেও।খুব ভালো লাগছে।ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় ব্যায় করে আমাদের কে নিমন্ত্রিত করার জন্য।

 last year 

দাদা এবং দিদির বিয়ের খবর যেনে সত্যি ভীষণ ভালো লাগতেছে। আমরা যদি সকলে যেতে পারতাম কি যে আনন্দ হতো বলে বোঝাতে পারছি না। বিয়ের কার্ড গুলো খুব সুন্দর হয়েছে। দাদা এবং দিদির জন্য দোয়া ও ভালোবাসা রইলো ❣️

কার্ডটা দারুন হয়েছে দাদা। তবে এই বিয়েতে সরাসরি অংশগ্রহণ করতে পারলেই ভালো লাগতো। দাওয়াতটা আরেকটু আগে থেকে পেলে ভিসার জন্য লাইনে দাঁড়িয়ে যেতাম। যাইহোক ব্ল্যাকস দার বিয়ে মিস হলেও টিনটিনের বিয়েতে যেন আগে থেকে দাওয়াত পাই। হা হা হা....

 last year 

তাদের দুজনের নতুন জীবনের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। আমন্ত্রন পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। কার্ড টি বেশ সুন্দর হয়েছে। যাওয়ার সুযোগ থাকলে সত্যিই মিস করতাম না। খুব ইচ্ছে করছে যাওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 96305.83
ETH 3315.31
USDT 1.00
SBD 3.19