ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৯০ (২০-০১-২৪ থেকে ২৭-০১ -২৫)
বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৯০ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @samsunnaharsuity
পুরস্কার : $২৫ এর দুটি আপভোট
ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার
SERIAL | AUTHOR | UPVOTE | POST LINK |
---|---|---|---|
01 | @samsunnaharsuity | $25 UPVOTE | স্বরচিত কবিতা // "" স্মৃতি "" |
02 | @samsunnaharsuity | $25 UPVOTE | রেসিপি পোস্ট: ঘরোয়া স্টাইলে সুস্বাদু চানাচুর মাখা ।। |
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - সামছুন নাহার সুইটি।স্টিমিট আইডি - @samsunnaharsuity। তিনি একজন বাংলাদেশী নাগরিক।বদরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছেন।সে সাথে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ফাজিল প্রথম বর্ষে পড়াশোনা করছেন।উনার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে অবস্থিত।ভ্রমণ করতে ভালোবাসেন,সে সাথে ফটোগ্রাফী করতে ও রেসিপি পোস্ট করতে ভালোবাসেন।স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন ২০২৪ সালের এপ্রিল মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ১১ মাস চলমান।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :
প্রথম বার আমার লেখা স্বরচিত কবিতা // "অপূর্ণতায় জীবন "।...... by @samsunnaharsuity • 31/01/2025
প্রথমেই উনার লেখার প্রশংসা করছি। যেহেতু উনি খুব নতুন আমাদের একটিভ মেম্বার হিসেবে যুক্ত হয়েছেন। অর্থাৎ এর আগে এবিবি স্কুলের স্টুডেন্ট ছিলেন। তো সে ক্ষেত্রে বলা চলে যে উনার লেখার মান বেশ ভালো এবং বিশেষ করে উনি যে প্রথমবার কবিতা লিখেছেন। সেটা উনার কবিতা পড়ে মোটেও বোঝা যাচ্ছে না। অর্থাৎ উনার লেখার হাত বেশ ভালো বলা চলে। আর উনার লেখা আমি বেশ এনজয় করেছি। কারণ কবিতা লেখার মাঝে যদি ছন্দ থাকে তাহলে লেখাটি পড়তে আরও বেশি ভালো লাগে। আর স্বরচিত কবিতা মানেই নিজের মনের কথা। আর অপূর্ণতা নিয়ে যদি আমরা কথা বলতে চাই। তাহলে নিজেদের অপূর্ণতার কোনো শেষ নেই। কারণ এটি জীবনের একটি অংশ। সর্বোপরি উনার লেখা আমার বেশ ভালো লেগেছে।
ছবিটি @samsunnaharsuity এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
রেসিপি পোষ্ট: ছোট ছোট সাত প্রকার মাছের চচ্চড়ি ভাজি।...... by @samsunnaharsuity • 02/02/2025
যেকোনো মাছ আমার অনেক প্রিয়। কারণ মাংস আমার খুব একটা খেতে ভালো লাগে না বললেই চলে। আর ছোট মাছ হলে তো কথাই নেই। বিশেষ করে গরম ভাতের সাথে যদি ছোট মাছের চচ্চড়ি খাওয়া যায়। তাহলে বেশ ভালো লাগে। আর উনার এই চচ্চড়ি তে দেখলাম যে প্রায় সাত প্রকারের ছোট মাছ ব্যবহার করা হয়েছে। আর মিশেল তরকারি গুলো অর্থাৎ এভাবে অনেকগুলো মাছ মিক্স করে কোনো চচ্চড়ি বানালে সেটার স্বাদ ও বেশ ভালো হয়। আর উনার রান্না দেখে মনে হচ্ছে যে খাবারটি দারুন হয়েছে। গরম গরম খেতে বেশ ভালো লাগবে।
ছবিটি @samsunnaharsuity এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
জেনারেল রাইটিং: - " দায়িত্ববোধ "।...... by @samsunnaharsuity • 06/02/2025
দায়িত্ববোধ এমন একটি শব্দ, যেটা আমাদের জীবনে জোর করে আনা হয় না কিংবা কেউ আবার শিখিয়ে দেয় না। এটা আমাদের জীবনে আপনা আপনি চলে আসে বয়সের সাথে। আর তা না হলে, বাস্তবতার সাথে চলে আসে।বাস্তবতাই মূলত আমাদেরকে দায়িত্ববোধ শেখায়। আর যাদেরকে আসলে বাস্তবতা ও দায়িত্ববোধ শেখাতে পারে না। তারা সত্যি ব্যর্থ বলেই আমি মনে করি। কারণ দায়িত্ববোধ শুধু পেশাগত জীবনের নয়। এটা পারিবারিক জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছু কিছু মানুষের রয়েছে যারা দায়িত্ববোধ থেকে তারা পালাতে পারলেই বাঁচে। কিন্তু এটা একেবারেই একজন স্ট্রং মেন্টালিটির মানুষের কাজ নয়। কারণ আমাদের জীবন যতো বৃদ্ধি পাবে,আমাদের দায়িত্ববোধ ততো বৃদ্ধি পাবে। তাই এটার সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই উচিত।
ছবিটি @samsunnaharsuity এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
স্বরচিত কবিতা // "স্মৃতি "...... by @samsunnaharsuity • 08/02/2025
মানুষের জীবনে সবচেয়ে সুন্দরতম অধ্যায় বোধ হয় মানুষের কিছু স্মৃতি। কারণ এমন অনেক মানুষ রয়েছে, যারা সারা জীবন কাটিয়ে দিতে পারে শুধুমাত্র স্মৃতিতে ডুবে থেকে। কারণ কিছু কিছু স্মৃতি এতো মধুর হয়। যেটা মনে পরলেই মানুষের মন এক নিমিষেই ভালো হয়ে যেতে পারে। কিছু স্মৃতি কিছু ভালো সময় আমাদেরকে উপহার দেয়। আর উনার কবিতা নিয়ে প্রথমেই বলেছি, উনার কবিতা বেশ ভালো হয়। আর আরেকটি বিশেষ ব্যাপার উনার কবিতাগুলো বেশ বড় হয়। তাই পরেও ভালো লাগে আর ছন্দের ব্যাপার তো আগেই বলেছি। অর্থাৎ উনার কবিতা নিয়ে নতুন করে কিছু বলার নেই, উনার কবিতা বেশ ভালো হয়।
ছবিটি @samsunnaharsuity এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
ফটোগ্রাফি পোস্ট:- কয়েকটি এলোমেলো ফুলের ফটোগ্রাফি।...... by @samsunnaharsuity • 09/02/2025
ফটোগ্রাফি করতে এবং ফটোগ্রাফি দেখতে দুটোই আমি বেশ পছন্দ করি। তবে এটা আমি অনেকবার বলেছি যে সময়ের অভাবে আসলে ফটোগ্রাফি করা হয় না। কারণ ফটোগ্রাফি করতে বেশ সময়ের দরকার হয়। যেটার বড্ড অভাব আমার জীবনে আমি সব সময় বোধ করি। কারণ এতো বেশি কাজের চাপে থাকি যে আসলে ফটোগ্রাফি আর করা হয়ে ওঠে না। তবে উনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে। কারণ অনেকগুলো ফুলের ফটোগ্রাফি উনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়েছি। বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তার মধ্যে হলুদ এবং সাদার মিশ্রণে ফুলটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। বেশ স্নিগ্ধ দেখতে। উনার ফটোগ্রাফির হাত বেশ ভালোই বলা চলে।
ছবিটি @samsunnaharsuity এর ব্লগ থেকে নেওয়া হয়েছে
ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটিকে এতো সুন্দর সুন্দর কোয়ালিটিফুল পোস্ট উপহার দেওয়ার জন্য। কারণ প্রতিটি পোস্টের বানান,মার্কডাউন,ছবি সবকিছুই বেশ সুন্দর ছিলো।আশা করছি ভবিষ্যৎ এও এমন আরো সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাবো।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRXkkCEbXLYwhPEYqkaUbwhy4FaqarQVhnzkh1Awp3GRw/witness_proxy_vote.png)
প্রথমে আমাদের সবার প্রিয় সুইটি আপুকে জানাই অনেক অনেক অভিনন্দন। তিনি এ সপ্তাহে ফাউন্ডার চয়েজ হিসেবে মনোনীত হয়েছেন দেখে ভালো লাগলো। আপু সবসময় খুব ভালোভাবে কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমার কাছে ওনার কাজগুলো অনেক ভালো লাগে। আশা করি আরো ভালো কাজ করবেন ভবিষ্যতে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রথমেই সামছুন নাহার সুইটি আপুকে অভিনন্দন জানাচ্ছি এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস নির্বাচিত হওয়ার জন্য। আপনি উনার পোস্ট গুলো পড়ে দারুণভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন দাদা। ছোট মাছের চচ্চড়ি খেতে আমারও খুব ভালো লাগে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এই সপ্তাহে ব্লগার অফ দ্যা উইক অর্থাৎ ফাউন্ডার চয়েস হিসেবে সুইটি আপু নির্বাচিত হয়েছে দেখে অনেক ভালো লাগলো। তিনি প্রতিনিয়ত আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে থাকেন। আমার কাছে ওনার পোস্টগুলো অনেক ভালো লাগে। আশা করি তিনি উৎসাহিত হয়ে আরো ভালো কাজ করে যাবেন।
আমার পক্ষ থেকে সামসুন্নাহার আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।সে একজন নতুন সদস্য হিসেবে খুবই সুন্দর কাজ করার চেষ্টা করেছে, এটা বেশ ভালো। আশা করছি তার এই ধারাবাহিকতা সব সময় অব্যাহত থাকবে।তার মাধ্যমে আমরা খুবই সুন্দর সুন্দর বিষয় সম্পর্কে জানতে পারবো।
Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
এই সপ্তাহে ব্লগার অফ দ্যা উইক মানে ফাউন্ডার সয়েজ হিসেবে সুইটি আপুর নির্বাচিত হয়েছে দেখে ভীষণ ভালো লাগলো। আসলে যারা ভাল পোস্ট এবং ভালো কোয়ালিটির কাজগুলো করে তাদেরকেই সব সময় আমরা দেখতে পাই। আজকে আপুর পোস্টগুলো দেখেও ভীষণ ভালো লাগলো। আপনাকেও অনেক ধন্যবাদ আপুর এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ফাউন্ডার চয়েসে নির্বাচিত হওয়ার জন্য আপুকে অনেক অভিনন্দন।আপুর প্রতিটি পোস্ট খুব দারুন ছিল। শামসুন্নাহার সুইটি আপুর পোস্ট গুলো পড়ে দাদা আপনি খুব সুন্দর ভাবে অনুভূতি প্রকাশ করেছেন যা পড়ে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রথমেই সুইটি আপুকে অভিনন্দন জানাচ্ছি এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস নির্বাচিত হওয়ার জন্য।তিনি নতুন ইউজার হলেও চেস্টা করেন নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করতে। আর দাদা আপনি উনার পোস্টের দারুন বিশ্লেষন করেছেন। যা উনাকে আরও ভাল কাজ করতে উৎসাহিত করবে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ।
প্রথমেই শামসুন্নাহার আপুকে অভিনন্দন জানাচ্ছি ব্লগার অব দ্য উইক তথা ফাউন্ডার চয়েস হিসেবে নির্বাচিত হওয়ার জন্য। চমৎকার একজন ব্লগারকে এইবার ফাউন্ডার চয়েজে আনা হয়েছে। বরাবরই সুইটি আপু আমাদের মাঝে দারুন সব ব্লগ শেয়ার করে থাকেন। আশা করি তার এই কাজের ধারাবাহিকতা বজায় থাকবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা পোস্টটি শেয়ার করার জন্য।