"Today's Featured Articles" - "আমার বাংলা ব্লগ" এর নতুন ফিচার [আমার প্রস্তাবনা]steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

_719f8540-0b1a-48d7-9f3b-3af51561e90c.png
Image Created with AI, powered by DALL·E (Microsoft Bing)


আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।

এই ছিল মোটামুটি আমার প্রস্তাবনা । "আমার বাংলা ব্লগ" এর অ্যাডমিন ও মডারেটর প্যানেল এর সম্মানিত সকল অ্যাডমিন এবং মডেরেটদের কাছে এবং সেই সাথে কমিউনিটির সকল সম্মানিত সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ রইলো এ ব্যাপারে আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য এবং মুক্ত মতামত ও সকল পরামর্শ প্রদান করে আমাকে বাধিত করবেন ।


আমার প্ল্যান মোটামুটি এটা -

০১. প্রত্যেক দিন রাত দশটার আগে সেই দিনের সকল আর্টিকেলগুলো পর্যালোচনা করে একটি আর্টিকেলকে পরদিনের ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হবে ।

০২. এরপরে পরের দিন সকালে সেই ফিচারড আর্টিকেলটি আমাদের কমিউনিটির বিশেষ একটি একাউন্ট থেকে আলোচনামূলক পোস্ট হিসেবে পাবলিশ করা হবে ।

০৩. কমিউনিটির কোনো পোস্টই হুবহু নতুন করে আমাদের কমিউনিটির ফিচারড আর্টিকেল পাবলিশ করার একাউন্ট থেকে পাবলিশ করা হবে না । বরঞ্চ সেই বিশেষ পোস্টে থাকবে যে আর্টিকেলটি ফিচারড হিসেবে সিলেক্টেড হয়েছে সেই আর্টিকেলের ওপর একটা সংক্ষিপ্ত পর্যালোচনা, সেই আর্টিকেলের লেখকের নাম, আর্টিকেলের শিরোনাম, পাবলিশের তারিখ এবং আর্টিকেলের URL লিংক ।

০৪. ফিচারড আর্টিকেল প্রকাশ করার বিশেষ পোস্টটি পিন করা হবে ।

০৫. প্রত্যেকদিনের ফিচারড আর্টিকেল কমিউনিটির একটি সার্ভারের ডেটাবেজে সংরক্ষিত থাকবে ।

০৬. প্রত্যেক মাসের প্রথম রবিবারে বিগত এক মাসের সকল ফিচারড আর্টিকেল নিয়ে একটি পিডিএফ পাবলিশ করা হবে ইবুক আকারে । এই ইবুক গুলিও কমিউনিটির সার্ভারে সংরক্ষণ করা হবে ।

০৭. প্রত্যেক বছর সেরা ফিচারড আর্টিকেলগুলো থেকে বাছাই করা আর্টিকেল নিয়ে একটি বই পাবলিশ করা হবে ।

০৮. প্রতিদিনের ফিচারড আর্টিকেল আপভোটের ক্ষেত্রে কিছুটা বাড়তি ভোটিং পার্সেন্টেজ পাবে ।

০৯. কমিউনিটির সকল অ্যাডমিন/মডারেটরদের প্রত্যেককে মাসে দুটি করে "ফিচারড আর্টিকেল" বাছাইয়ের কাজ করা বাধ্যতামূলক ।

১০. ফিচারড আর্টিকেল এর এই প্রোজেক্ট থেকে উপার্জনকৃত সমস্ত অর্থ দিয়ে ভবিষ্যতের কমিউনিটির নিম্নলিখিত ব্যয়গুলো নির্বাহ করা হবে । এখন থেকে নিম্নলিখিত ইভেন্টের ফান্ডিং কমিউনিটির কোনো অ্যাডমিন/মডারেটরদের পার্সোনাল একাউন্ট থেকে আর নেওয়া হবে না । এই নিয়মটি ইফেক্টিভ হবে জুন ১১, ২০২৩ থেকে :

১. ডিসকোর্ড কুইজ কন্টেস্টের প্রাইজ
২. আমার বাংলা ব্লগ আয়োজিত যে কোনো কন্টেস্টের প্রাইজ
৩. রবিবারের আড্ডার প্রাইজ
৪. ডিস্কোর্ড সার্ভার বুস্টিং কস্ট
৫. পাওয়ার আপ কন্টেস্টের প্রাইজ
৬. উইটনেস মেইনটেন্যান্স কস্ট (উইটনেসের আয় থেকে এই ব্যয় নির্বাহ করা হবে)
৭. ডিসকোর্ড এয়ারড্রপ ও টিপস কস্ট


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ২০ মে ২০২৩

টাস্ক ২৭১ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : fceb3351700fcda1fcc00259769a4dc96b097fd0ad1ce5905c950d88f52f1c83

টাস্ক ২৭১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 2 years ago 

ফিচারড আর্টিকেলের বিষয়টা আমার কাছে চমৎকার লেগেছে দাদা।আপনার নেওয়া প্রত্যেকটি উদ্যোগ বেশ চমৎকার ও সেরা।অনেক নতুন বাছাই করা আর্টিকেলের মাধ্যমে আমরা নতুন কিছু জানতে পারবো।এছাড়া এটা নিয়ে বই প্রকাশ করলে আমাদের কমিউনিটি সম্পর্কে অনেকেই জানতে পারবে।ফিচারড আর্টিকেল এর এই প্রোজেক্ট থেকে উপার্জনকৃত সমস্ত অর্থ থেকে সকল প্রাইজের ব্যয় বহন করা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।ধন্যবাদ দাদা আপনাকে।

 2 years ago 

এই ফিচার আর্টিকেল বাছাইয়ের বিষয়টা আমার কাছে দারুন লেগেছে দাদা। এই উদ্যোগ নেয়ার কারণে আমাদের কমিউনিটিতে আরো দারুন দারুন আর্টিকেল দেখতে পাবো। তার পাশাপাশি আমাদের সকলের চিন্তাভাবনা প্রসারিত হবে। বছর শেষে ফিচার আর্টিকেলগুলো নিয়ে একটি বই প্রকাশিত হবে। এ ব্যাপারটাও কিন্তু অনেক বেশি দারুণ হবে। সেই সাথে কমিউনিটির বিভিন্ন রকম কস্ট, এই উপার্জিত অর্থ থেকে করা হবে এটা কিন্তু অনেক বেশি ভালো হবে। কারণ সবাই নিজের কাজের উন্নতির মাধ্যমে আমাদের কমিউনিটির পরিবর্তন করতে পারবে।

 2 years ago 

"ফিচারড আর্টিকেল" এই উদ্যোগটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করি সকল এডমিন এবং মডারেটরদের চোখে "ফিচারড আর্টিকেল" গুলো নিশ্চয়ই ধরা পড়বে। আর বই প্রকাশ করার বিষয়টাও ভীষণ ভালো লেগেছে। আমি মনে করি যাতে লেখাগুলো প্রাধান্য পাবে তারা অনেক বেশি উৎসাহিত হবে। আপনার প্রত্যেকটা উদ্বেগকে সম্মান করি।

 2 years ago 

দাদা আপনি অসাধারণ একটি উদ্যোগ গ্রহণ করেছেন। আমার বাংলা ব্লগ মানেই নতুনত্ব। ভাবতেই ভালো লাগছে প্রতিমাসে অনেকের আর্টিকেলের পিডিএফ পাবলিশ করা হবে ইবুক আকারে এবং বছর শেষে বাছাই করা আর্টিকেল বই আকারে বের করা হবে। আমি মনে করি এতে করে সবাই কাজের প্রতি অনেক যত্নশীল হবে এবং আরো বেশি ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করবে। এতো সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সত্যি দাদা চমৎকার উদ্যোগ নিয়েছেন ।আপনার দ্বারাই এত সুন্দর উদ্যোগ নেয়া সম্ভব ।বিষয়টা বেশ ভালো লাগলো । এতে করে ইউজাররা তাদের লেখার ক্ষেত্রে অনেক বেশি যত্নশীল হবে এবং অনেক ভালো ভালো লেখা আমরা দেখতে পাব । বছর শেষে ফিচারড আর্টিকেল নিয়ে বই প্রকাশিত করা হবে সত্যিই চমৎকার একটি আইডিয়া ।অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

সত্যি বলতে দাদা আপনার প্রতিটি উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।পূর্বের ধারাবাহিকতায় এবারও খুব চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন যেখানে আমরা দেখতে পাবো কিছু সেরা ব্লগারদের সেরা লিখনি। আবার বছর শেষে ই-বুক হিসেবে সবার মাঝে পাবলিস্ট করবেন এটা জেনেও খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা ভালো থাকবেন।

 2 years ago 

বেশ ভালো উদ্যোগ দাদা। এতে করে ইউজারদের মধ্যে একটি প্রতিযোগিতা তৈরি হবে। সেই সাথে কোয়ালিটিফুল কনটেন্ট লিখার আগ্রহ বেড়ে যাবে বলে আমার মনে হয়। সুন্দর একটি উদ্যোগ গ্রহন করার জন্য অনেক ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

 2 years ago 

"ফিচারড আর্টিকেল" আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য সত্যিই চমৎকার একটি উদ্যোগ হবে। এটির মাধ্যমে ইউজাররা বুঝতে পারবে। কার পোস্টে সবচেয়ে চমকপ্রদ হয়েছিল ওই দিনে।

আমি এই উদ্যোগটি বাস্তবায়নের পক্ষে সম্মতি জানাচ্ছি ।

 2 years ago 

প্রতিদিন এত ইউজার পোস্ট করে থাকে তাদের মধ্য থেকে সেরা আর্টিকেলগুলো বাছাই করে পাবলিশ করা হলে সত্যিই কাজের প্রতি আরো উৎসাহ বেড়ে যাবে। দাদা ধারাবাহিকভাবে এত সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করছেন সত্যিই মুগ্ধ হচ্ছি। কমিউনিটির সকল উদ্যোগ সকল কার্যক্রম এভাবে এগিয়ে যাক সেটাই প্রত্যাশা করি।

 2 years ago 

প্রতিদিন এত ইউজার পোস্ট করে থাকে তাদের মধ্য থেকে সেরা আর্টিকেলগুলো বাছাই করে পাবলিশ করা হলে সত্যিই কাজের প্রতি আরো উৎসাহ বেড়ে যাবে। দাদা ধারাবাহিকভাবে এত সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করছেন সত্যিই মুগ্ধ হচ্ছি। কমিউনিটির সকল উদ্যোগ সকল কার্যক্রম এভাবে এগিয়ে যাক সেটাই প্রত্যাশা করি।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105709.66
ETH 3341.43
SBD 4.12