কলকাতা বইমেলা থেকে তৃতীয় দিনে আমার সংগ্রহ করা বইয়ের ডালি

in আমার বাংলা ব্লগ3 years ago



হ্যালো বন্ধুরা,

শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সব ?

গত পরশু ছিল আমার কলকাতা আন্তর্জাতিক বইমেলার তৃতীয় দিন । মাকেও নিয়ে গিয়েছিলাম এদিন । পরশু আমি, মা, তনুজা, টিনটিন আর আমার এক মামাতো ভাই গিয়েছিলাম বইমেলায় ।

তবে আমার বইমেলার তৃতীয় দিনে প্রচুর ঘুরলাম তনুজার সাথে । প্রথমে কিছুক্ষন আমাদের সাথে মা, টিনটিন আর আমার মামাতো ভাই ছিলো । এরপরে কিছুক্ষন ঘোরাঘুরির পর তাঁদেরকে একটি সংস্কৃতিক অনুষ্ঠানে বসিয়ে রেখে আমরা দু'জন মেলায় প্রচুর ঘোরাঘুরি করলাম আর বই কিনলাম ।

পরশু বই কিনেছিলাম সংখ্যায় বেশ কিছুটা বেশি ।মোট ৪৯ টি বই সংগ্রহ করতে পেরেছিলাম এদিন । বইমেলা থেকে মোট তিনদিনে যথাক্রমে - ৪৪, ২৬ এবং ৪৯ টা বই কিনতে পেরেছি ।

আজ আবারো যাবো বই মেলায় । আজকেই বইমেলার শেষ দিন ।

কাল কলকাতা বইমেলা থেকে সংগ্রহ করা আমার বইয়ের একটি অংশ আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফোটোগ্রাফির মাধ্যমে । আশা করছি ভালোই লাগবে আপনাদের ।


বইমেলায় তনুজার একটি সেলফি


বইমেলায় "বিশ্ববাংলার" ষ্টল-এর পাশে মা, তনুজা আর মদনদা'র কোলে টিনটিনবাবু


"বিশ্ববাংলার" ষ্টল-এর সামনে বড় স্ক্রিনে সংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে


ওপেন এয়ার কনসার্ট - বইমেলায়, বিশ্ববাংলা স্টল প্রাঙ্গনে


বই মেলায় আমার একটি সেলফি


বইমেলা থেকে সংগ্রহ করা বইয়ের একাংশের ফোটোগ্রাফি


সময় : বিকাল ৫ টা থেকে রাত ৮ টা
তারিখ : ০৭ মার্চ, ২০২২
স্থান : কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা ২০২২, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  
 3 years ago 
দাদা♥ এবারের বই মেলায় পর্যায়ক্রমে আপনি বই কিনেছেন । বইমেলা থেকে মোট তিনদিনে যথাক্রমে - ৪৪, ২৬ এবং ৪৯ টা বই কিনেছেন । যা দেখে আমি অভিভূত হয়েছি। সত্যিই এতগুলো বই এবার আপনি আপনার সংগ্রহে রাখতে পেরেছেন। এবং আপনার সংগ্রহশালা থেকে আজকে যে একাংশ বই আমাদের সামনে উপস্থাপন করেছেন তার প্রতিটা বই আমার কাছে অনেক প্রিয়। এখান থেকে বেশকিছু বই আমার কাছেও আছে। এত চমৎকার একটি পোস্ট করে আমাদেরকে দেখার সুজোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।♥♥
 3 years ago 

বইমেলায় বরাবরই খুব আনন্দ ঘন মুহূর্তে কাটাচ্ছেন এবং বইয়ের বোঝা নিয়ে ঘুরছেন। তবে দাদা পাশে থাকলে হয়তো আপনার বইয়ের বোঝা বইতে পরতাম। অসাধারণ ছিল বৌদি আপনার এবং মদনদা এবং টিনটিন কাকিমা সবার অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আর ৪৯ টি বই সংগ্রহ করেছেন। আর আপনার পছন্দের বইয়ের শিরোনামগুলি বলে দিচ্ছে বই গুলো অসাধারণ ভাল হবে। এবং সুন্দর সুন্দর অনেক কিছুই আপনার থেকে প্রত্যাশা করছি, আর আমাদের সাথে এত সুন্দর করে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা অবিরাম।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 3 years ago 

বইমেলার তৃতীয় দিনে খুব সুন্দর মুহূর্ত পার করলেন দাদা। আমার কাছে আপনাদের কাটানো মুহূর্ত গল্প বই কেনার গল্প পড়ে ভালই লাগলো। আজকেও আপনি 49 টি বই কিনলেন যেটা দ্বারা প্রমাণিত হয় আপনি খুবই বই পড়ুয়া। স্বপরিবারের অনেকের দেখে খুবই ভালো লাগলো দাদা।❤️❤️

 3 years ago 

ওরে বাপরে এত বই!! কবে পড়ে শেষ করবেন দাদাভাই। বইমেলায় যাচ্ছি এত এত বই কিনে নিয়ে আসছেন। সত্যি বলতে এত গুলো বইপড়ার কি সময় আছে দাদা ভাই আপনার কাছে। তবে যদি থেকে থাকে বা সময় করে নিতে পারেন।তাহলে এর থেকে ভালো কিছু আর সত্যিই হয় না। আমিও মোটামুটি বই পড়তে পছন্দ করি। তবে এবার পরীক্ষার খুব ব্যস্ততার কারণে বই মেলায় যাওয়া হয়ে ওঠেনি এবং খুঁজে নিজের পছন্দের বই টা কেনা হয়নি। এখন এইটা ভেবে আর আফসোস করছি না। পরবর্তীতে অবশ্যই যাব এবং আপনার মত অনেক অনেক বই কিনব। খুব ভালো লাগলো দাদাভাই আপনার এত বইয়ের কালেকশন দেখে। তনুজা বৌদির সেলফি এবং একটি পারিবারিক ছবি আমাকে খুব মুগ্ধ করেছে। পরিবারের সাথে যেকোনো জায়গায় গিয়ে ঘুরাফেরা করার মজাই আলাদা। সব মিলিয়ে আপনার পোস্টটি জাস্ট অসাধারণ হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। দাদা চেষ্টা করবেন পড়ার পর যে বইটা খুব ভালো এবং আকর্ষনীয় বইটার রিভিউ পোস্ট আমাদের সাথে শেয়ার করার। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। পরিবার নিয়ে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 💞।

 3 years ago 

অনেকগুলো বই কিনেছেন দাদা।এত বই পড়বেন কখন🤔🤔।দাদা অনেক বই পড়েন।ভালো লাগলো।আমার কেমন জানি ধৈর্য নাই বললেই চলে।আমার কোন বই পড়তে ভালো লাগে না।কেন জানি।যাই হোক ভালো ছিলে।ধন্যবাদ আপনাকে।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

দাদা আমিও বই মেলায় গেলাম ,তবে এতো বই কিন্তু আমি কিনি নি। কারণ এখন আগের মতো এতো সময় হয়না। তবে আশা রাখি আপনার প্রতিটি বই যদি রিভিউ দেন তাহলে মিস হবে না। এতো সুন্দর সব গল্পের বই। ধন্যবাদ দাদা।

 3 years ago 

পরশু বই কিনেছিলাম সংখ্যায় বেশ কিছুটা বেশি । মোট ৪৯ টি বই সংগ্রহ করতে পেরেছিলাম এদিন । বইমেলা থেকে মোট তিনদিনে যথাক্রমে - ৪৪, ২৬ এবং ৪৯ টা বই কিনতে পেরেছি ।

দাদা এত্তোগুলো বই 😲
কবে পড়বেন আর কিভাবে পড়বেন, এখন এটাই একটা টেনশন ☺️
আমাদের কিছু বই গিফট করে দিন, আমরা পড়ে কমিয়ে ফেলি ☺️
সমস্যা নেই দাদা ধীরে ধীরে পড়ুন আর আমাদের চমৎকার সব গল্প শোনান। অনেক অনেক শুভকামনা রইল দাদা 💚

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.21
JST 0.036
BTC 97936.99
ETH 3366.06
USDT 1.00
SBD 3.35