স্টিমিট লোগো কনটেস্ট (Steemit Logo Contest)
আপনারা সবাই জানেন যে আমাদের এবিবি নেটওয়ার্কের আরো নতুন দুটি কমিউনিটি আসতে চলেছে । একটি হলো Steem Alliance এবং আরেকটি হলো Steem Dev । দুটো কমিউনিটি এখনো আমি চালু করিনি । জাস্ট কমিউনিটি দুটি ওপেন করেছি আর সেগুলোর জন্য একটা করে ডিসকোর্ড সার্ভার ওপেন করেছি ।
যদিও ইতিমধ্যে প্রচুর ব্লগার সেখানে পোস্ট করা শুরু করেছেন কিন্তু আদপে কমিউনিটি এখনো ওপেনই করা হয়নি । যেহেতু প্রচুর মানুষ ব্লগ করছেন তাই কয়েকজন মডারেটরকে সেখানে নিয়োগ করেছি, কিন্তু, অফিসিয়ালি কাউকেই এখনো কোনো দায়িত্ব দেওয়া হয়নি সেভাবে ।
ভেবেছিলাম এই মাসের শেষের দিকেই চালু করতে পারবো । তো হঠাৎ করে একটু বাইরে যাওয়া লাগছে তাই আর সেটি সম্ভবপর হবে না । যাই হোক নতুন বছরের শুরুতেই চালু করতে পারবো নিশ্চয়ই । এখন কমিউনিটি চালু করতে গেলে সবার প্রথমেই দরকার পড়ে একটা অফিসিয়াল লোগোর ।
যেহেতু আমাদেরই কমিউনিটি । তাই আমি চাচ্ছিলাম একটা ওপেন কনটেস্ট এর আয়োজন করতে । কন্টেস্টের সেরা লোগোটিই হবে আপকামিং কমিউনিটির লোগো । যেহেতু দুটি কমিউনিটি তাই প্রতিযোগীকে দুটি আলাদা আলাদা লোগো তৈরী করতে হবে ।
#কন্টেস্টের বিষয় : Steem Alliance এবং Steem Dev এই দুটি কমিউনিটির জন্য অফিসিয়াল লোগো তৈরী ।
#দুটি লোগোই Steem Alliance এবং Steem Dev কমিউনিটি দুটির উদ্দেশ্যকে বেস করে ক্রিয়েট করতে হবে । Steem Alliance কমিউনিটি হলো সমগ্র স্টিমিটের সকল রেপুটেড কমিউনিটির অ্যাডমিন/মডেরেটরদের একটা মিলনমেলা । এখানে ওই সকল কমিউনিটির অ্যাডমিন মডারেটররা একত্রিত হয়ে পারস্পরিক মতবিনিমিয়, নতুন কোনো প্রপোজাল, কমিউনিটিগুলোর উন্নয়ন এবং সর্বোপরি স্টিমিট প্লাটফর্মের উন্নতিকল্পে নানান দিক নিয়ে আলোচনা করবেন । আর Steem Dev কমিউনিটির একটাই প্রধান উদ্দেশ্য । আর তা হলো স্টিমিট প্ল্যাটফর্মের ডেভেলপমেন্টে যে সকল ডেভেলপাররা অবদান রাখছেন তাদের মধ্যে স্টিমিট ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা ও মতবিনিময় এবং নিউ প্রপোজাল ও নতুন কোনো Dapp ডেভেলপমেন্ট সম্পর্কে শেয়ার করা ।
#প্রত্যেক প্রতিযোগীকে দুটি কমিউনিটির জন্যই লোগো তৈরী করতে হবে । যেকোনো একটা কমিউনিটির জন্য লোগো তৈরী করলে তাঁকে ডিস্কোয়ালিফাইড বলে গণ্য করা হবে ।
#ফাইনাল আউটপুট হবে png ফরম্যাট এ ।
#রেসল্যুশন মিনিমাম ১০২৪X৭৬৮ হতে হবে ।
#লোগোটি সম্পূর্ণ নিজের তৈরী হতে হবে ।
#লোগো তৈরিতে যদি আপনি কোনো গ্রাফিক্স কনটেন্ট use করে থাকেন তবে সেগুলি কপিরাইট ফ্রি ও রয়্যালটি ফ্রি হতে হবে ।
#বিজয়ী লোগোটি যেহেতু আমাদের কমিউনিটির অফিসিয়াল লোগো হবে তাই আপনাদের সম্পূর্ণ স্বত্ব ত্যাগ করে লোগোটি আমাদেরকে ব্যবহার করতে দিতে হবে ।
#কন্টেস্টের সময়সীমা : ২ সপ্তাহ ।
#কনটেস্ট উইনার কে পুরস্কৃত করা হবে ।
#যদি কোনো প্রতিযোগীর দুটি লোগোর মধ্যে যে কোনো একটি লোগো সেরা হয় তবে অন্য যে লোগোটি সেরা হবে তার ক্রিয়েটরকে যুগ্মভাবে বিজয়ী বলে দুই প্রতিযোগীকেই ঘোষণা করা হবে এবং সেক্ষেত্রে মোট প্রাইজ মানি সমান দু'ভাগে তাঁদের মধ্যে ভাগ করে দেওয়া হবে ।
#পুরস্কার : ৬০০ স্টিম#
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)
তারিখ : ১৮ ডিসেম্বর ২০২২
টাস্ক ১৪৬ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : da8cadb2a5e240703d3da6d56ad657f56f26e0800c8c3eee9144b10a865f0269
টাস্ক ১৪৬ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
দারুন একটা কনটেস্টের আয়োজন করেছেন দাদা। প্রতিভাবান ব্যক্তিরা আপনার এই কনটেস্টের মাধ্যমে নিজেদের প্রতিভার প্রতিফলন করতে পারবে। একই সাথে কমিউনিটির জন্য সুন্দর সুন্দর লোগো তৈরি হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
https://steemit.com/hive-150122/@jamal7/official-logo-for-steem-alliance-and-steem-dev-community
@rme, Thank you Dada 🙂, I'm a good graphic designer let me give my best to made those logos for our community to your utmost satisfaction.
But dada where we should give our created logo, under this article or by discord?.
you have to make a post and in that post you must put a download link for downloading original logo file.
Ok, I will create a post related to this on my blog then I will add the post link under this post.
চমৎকার ও সময় উপযোগী উদ্যোগ। সাধুবাদ জানাই। আশাকরি সবাই এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার চেষ্টা করবে।
অও,খুবই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা।যেকোনো কমিউনিটিতে একটি প্রতিক চিহ্নের দরকার হয়।আশা করি অনেক সুন্দর সুন্দর লোগো ডিজাইন দেখতে পাবো এই প্রতিযোগিতার মাধ্যমে।ধন্যবাদ আপনাকে।
দাদা চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ৷ আপনার নতুন এ দুটি কমিউনিটি স্টিমিট প্ল্যাটফর্ম উন্নয়নে যথেষ্ট ভূমিকা পালন করবে ৷ এ দুটি কমিউনিটি খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে জেনে অনেক ভালো লাগলো ৷ ইতিমধ্যে কমিউনিটি দুটির লোগো ডিজাইনের কনটেস্ট এর আয়োজন করেছেন , আশা করি অনেকেই এই প্রতিয়োগিতায় অংশগ্রহণ করবে ৷ ধন্যবাদ আপনাকে
অনেক সুন্দর একটি প্রতিযোগীতার আয়োজন করেছেন দাদা এর মাধ্যমে আমরা সুন্দর সুন্দর লোগো দেখতে পাবো।দুইটি নতুন কমিউনিটি আসতেছে শুনে খুশি হলাম। দুইটি কমিউনিটির জন্য দুইটি নতুন লগো দেখতে অনেক চমৎকার হবে।অপেক্ষায় রইলাম দেখার জন্য সবার অংশগ্রহণের মাধ্যমে।
চমৎকার দুটি প্রতিযোগিতার আয়োজন করেছেন দাদা।দুটি কমিউনিটি তারাতারি চালু হচ্ছে জেনে অনেক ভালো লাগল। আসলে কমিউনিটিতে একটা প্রতিক চিহ্নের দরকার হয়।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য।